নিউজিল্যান্ডে ভূমিকম্প

Slider ফুলজান বিবির বাংলা

41378_newzeeland

 

ঢাকা; শুধু জাপানেই নয়। ভূমিকম্প আঘাত হেনেছে নিউজিল্যান্ডেও। মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ১টা ২০ মিনিটে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে দেশটির নর্থ আইল্যান্ডে। তবে কোনো সুনামি সতর্কতা দেয়া হয়নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এ খবর লেখা পর্যন্ত  পাওয়া যায়নি কোনো হতাহতের খবর। ইউএস জিওলজ্যিাল সার্ভের মতে, রাজধানী ওয়েলিংটন থেকে ২০০ কিলোমিটার উত্তর-পূর্বে ছিল এর উৎপত্তিস্থল। মাটি থেকে এর গভীরতা প্রায় ১০ কিলোমিটর। গত সপ্তাহে এ দেশটিতে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটির কাইকোরার সাউথ আইল্যান্ডে। এতে সেখানে নিহত হন কমপক্ষে দু’জন। উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় ভূমিকম্প প্রবণ এলাকা ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থান করছে নিউজিল্যান্ড। আর সেখানেই জীবনের ঝুঁকি নিয়ে বসবাস প্রায় ৪৭ লাখ মানুষের। উল্লেখ্য, ৫ বছর আগে এক ভূমিকম্পে এখানে কমপক্ষে ১৮৫ জনের মৃত্যু হয়। মাটির সঙ্গে মিশে যায় হাজার হাজার বাড়িঘর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *