‘খালেদা জিয়ার প্রস্তাবের কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে’

Slider টপ নিউজ সারাদেশ

41366_sm

 

ঢাকা; সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা বলেছেন, গণতন্ত্রে জনগণের ঐক্যমত প্রয়োজন। নির্বাচন কমিশন গঠন বিষয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন এর কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, নীতি বাস্তবায়নের ক্ষেত্রে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। কোন কাজই সবাইকে সন্তুষ্ট করতে পারে না। ক্ষতি হবে কিছু; কিন্তু মেজরিটির ভালো হওয়া চাই। পাঠ্যপুস্তকে অনেক বিষয়ে সুন্দর করে লেখা থাকলেও বাস্তবজীবনে নীতি বাস্তবায়নে পর্দার অন্তরালের বিষয়গুলো মুখ্য হয়ে ওঠে। বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে ‘দ্য পলিটিক্স অব পলিসি মেকিং’ শীর্ষক জেনারেল এমএজি ওসমানী স্মারক বক্তৃতায় অনুষ্ঠানটি জেনারেল ওসমানী স্কলারশীপ ফান্ড ও ইতিহাস বিভাগ যৌথভাবে আয়োজন করে। অনুষ্ঠানে ইতিহাস বিভাগের ১৯ জন কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং সাতজনকে আইটি সেন্টারের কোর্সে ভালো ফলাফলের জন্য সার্টিফিকেট দেওয়া হয়। স্মারক বক্তৃতায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, যে কোনো নীতি বাস্তবায়নে ইন্টারেস্ট গ্রুপ থাকা দরকার, তা না হলে নীতি নির্ধারণে কোনো নিয়মের বালাই থাকবে না। ইতিহাস বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. সোনিয়া নিশাত আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। আরও বক্তৃতা করেন জেনারেল ওসমানী স্কলারশীপ ট্রাস্টি ফান্ডের চেয়ারপার্সন অধ্যাপক ড. শিরীন হাসান ওসমানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *