রংপুর ডেস্ক: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় আজ সকাল সাড়ে ১১টার দিকে মাদক মামলায় মোস্তফা মিয়া (৪৭) নামে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। মোস্তফা মিয়া সাদুল্যাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সির ছোট ভাই ও উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে।
সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উম্মে কুলসুম রুমা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।