তুরাগ নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখলেন মুক্তিযুদ্ধ মন্ত্রী

গ্রাম বাংলা জাতীয় সারাদেশ

boar race-kaliakor
স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস : ঈদের আনন্দের পর মানুষের মধ্যে বাড়তি আনন্দ দেওয়ার লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরের তুরাগ নদীতে আয়োজন করা হয় ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী নৌকা বাইচ প্রতিযোগিতা দেখেছেন পুরো সময়।

প্রধান অতিথি হিসেবে নৌকা বাইচ প্রতিযোগিতায় পুরস্কার বিতরন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি। এছাড়াও পাশ্ববর্তী জেলা উপজেলা থেকে লক্ষাধিক লোক উপভোগ করেন এ বাইচ। তুরাগের তীরে জায়গা না পেয়ে নৌকা নিয়ে নদীর পাড়ে নুঙ্গর গেড়ে হাজার হাজার নারী-পুরুষ উপভোগ করেন এ নৌকা বাইচ।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চা-বাগান এলাকায় তুরাগ নদীতে শুক্রবার বিকেলে ঐতিহ্যবাহি নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। মধ্যপাড়া ও বোয়ালীয় ইউনয়ন আ’লীগের উদ্যোগে এ নৌকাবাইচ আয়োজন করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় লক্ষাধিক দর্শক নৌকা বাইচ উপভোগ করেন। নৌকা বাইচ দেখতে আসা দর্শনার্থীরা বলছেন, ঈদের আনন্দের পর নৌকা বাইচ উপভোগ করে অনেক আনন্দ পেয়েছেন তারা।

বোয়ালী ইনিয়ন আওমীলীগের সভাপতি মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মুক্তিয়োদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।  প্রতিযোগিতায় উপজেলার চা-বাগানের মায়ের দোয়া নামের নৌকাটি বিজয়ী হয় এবং গাজীপুর সদর উপজেলার কাথোরা এলাকার খাজার দোয়া নামের নৌকা দ্বিতীয় হয়। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার ২৫ হাজার টাকা দেয়া হয়।

মধ্যপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক এমদাদ হোসেন তুলা মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের উপ-সচিব মোঃ মোহসীন, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাসেল, উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান মোঃ নাছিম কবির, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *