নয় বিশিষ্ট ব্যক্তিকে শহীদ মিনারে অবাঞ্ছিত ঘোষণা

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

78714_0000
গ্রাম বাংলা ডেস্ক: শহীদ মিনারে বিশিষ্ট কলামিস্ট ফরহাদ মজহার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, কলামিস্ট মাহফুজ উল্লাহ, ইংরেজি দৈনিক নিউএজ সম্পাদক নুরুল কবীর, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, আইনজীবী তুহিন মালিক, গোলাম মর্তুজা, দিলারা চৌধুরী, আমেনা মহসিনসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে অবাঞ্চিত ঘোষণা করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

আজ শুক্রবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এ ঘোষণা দেন।

সমাবেশে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান বলেন, ‘যুদ্ধাপরাধী ও দেশদ্রোহী’ পিয়াস করিমের লাশ শহীদ মিনারে আনার অপচেষ্টা করায় তাদেরকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের আত্মত্যাগে অর্জিত দেশের সব শহীদ মিনার ও স্মৃতিসৌধের পবিত্রতা রক্ষার্থে ঘাতক-দালাল, মানবতাবিরোধী-যুদ্ধাপরাধী, দুর্নীতিবাজসহ গণশত্রুদের শহীদ মিনারে স্থান হবে না। এদের প্রতিহত করার প্রত্যয়ে আজকের এ সমাবেশের আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেন বক্তরা।

স্বাধীনতার ৪৩ বছর পর বীরঙ্গনাদের বীর মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দেয়ায় সরকারকে অভিনন্দন জানিয়েছেন তারা।

সমাবেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংগঠনসমূহকে নিয়ে ভবিষ্যতে বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা করার ঘোণষা দেয়া হয়। ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে সভা ও সমাবেশ করারও ঘোষণা দেন আয়োজকরা।

সমাবেশে গণজাগরণ মঞ্চের একাংশের আহ্বায়ক কামাল পাশা চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি জয়দেব নন্দী, জাসদ ছাত্রলীগের সভাপতি সামছুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজু, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক তানভীর রুশমত, বাংলাদেশ ছাত্র আন্দোলনের সভাপতি মঞ্জুরুল ইসলাম মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া সমাবেশে গণজাগরণ মঞ্চ, স্লোগান ৭১, বন প্রাণের ৭১, সিপি গ্যাং ও চারুশিল্পীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন চারুশিল্পীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *