হোশি কুনিও হত্যার বিচার শুরু

Slider জাতীয়

40350_kuni

 

  রংপুর ব্যুারো;  রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলায় সাত আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এই মামলায় সাত আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন। ২০১৭ সালের ৪ঠা জানুয়ারি সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত। সরকারি বিশেষ কৌঁসুলি (পিপি) রথীশ চন্দ্র ভৌমিক জানান, এ মামলার চার্জশিটভুক্ত আট আসামির মধ্যে কারাগারে থাকা জেএমবির রংপুর অঞ্চলের কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন, ইছাহাক আলী, লিটন মিয়া, আবু সাঈদ ও সাখাওয়াত হোসেনকে  আজ আদালতে হাজির করা হয়। তারা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে সুবিচার চান। বাকি তিন আসামির মধ্যে আহসান উল্লাহ আনসারী ও সাদ্দাম হোসেন পলাতক রয়েছেন। আর নজরুল ইসলাম ওরফে বাইক নজরুল ওরফে বাইক হাসান গত ২রা আগস্ট ভোরে রাজশাহীর মতিহার থানার আশরাফের মোড় এলাকায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।
২০১৫ সালের ৩রা অক্টোবর কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের আলুটারি গ্রামে ৬৬ বছর বয়সি জাপানি নাগরিক হোশি কুনিওকে গুলি করে হত্যা করা হয়। এই জাপানি নাগরিক ওই এলাকায় একধরনের ঘাসের চাষ করতেন। কুনিও হত্যায় জেএমবির আট সদস্যের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *