লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করলে ২৬ অক্টোবর হরতাল

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

78172_Latif-Siddique
গ্রাম বাংলা ডেস্ক: আগামী ২২ অক্টোবরের মধ্যে আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা না করা হলে ২৬ তারিখ দেশব্যাপী হরতাল পালনের ঘোষণা করেছে সম্মিলিত ইসলামিক দল।

এর আগে সম্মিলিত ইসলামিক দল ১৫ অক্টোবরের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছিল।

আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন করে সময়সীমা বেধে দিয়ে ২৬ তারিখ হরতাল পালনের কথা পুনরায় ঘোষণা করা হয়।

লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে সম্মিলিত ইসলামিক দলের পক্ষ থেকে বলা হয়, লতিফ সিদ্দিকীসহ বর্তমান সরকারের আমলে এ পর্যন্ত ২৮ জন মহানবী স.কে কটুক্তি করেছে। তাদের কারোর কোনো শাস্তি হয়নি বলেই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আবদুল লতিফ সিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তিসহ ধর্মদ্রোহীর জন্য মৃত্যুদণ্ডের আইন পাশের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এতে বলা হয়, শুধু দল থেকে বহিষ্কার করে ধুম্রজাল সৃষ্টি করে পার পাওয়া যাবে না।

সম্মিলিত ইসলামিক দলের মহাসচিব মাওলানা জাফর উল্লাহ খান সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন সমন্বয়ক খলিলুর রহমান মাদানী, ছারছিনা শরীফের ছোট পীর শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, মুসলিম লীগের সেক্রেটারি কাজী আবুল খায়ের, ইসলামিক দলের সভাপতি অ্যাডভোকেট আবদুল মোবিন, আহকামে শরিয়াতে হেফাজতের নেতা আব্দুস ছবুর মাতুব্বর, খিলাফত যুব আন্দোলনের মুফতি খায়রুল ইসলাম প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *