নীলফামারী পল্লী বিদুৎ কর্মচারীদের মানব্বন্ধন

Slider গ্রাম বাংলা

10917893_1586310234843177_2785436532876773338_n

 

শাহরিয়ার সাদিক, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী সদরে কর্মী ছাটাই বন্ধ ও চাকুরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে পল্লী বিদুৎ সমিতির চুক্তি ভিত্তিক মিটার রিডার ও বার্তাবাহক কর্মীরা। নীলফামারী পল্লী বিদুৎ সমিতির জেলা কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন শেষে সেখানে দিনব্যাপী কর্মবিরতি পালন করেন তারা।

মানববন্ধন শেষে সেখানে এক সমাবেশে বক্তব্য দেন চুক্তি ভিত্তিক মিটার রিডার ও বার্তাবাহক ঐক্য পরিষদের কর্মী শামীম মল, আতাউর রহমান, অশোক কুমার রায়, মিজানুর রহমান, আবাদুস সাত্তার, মোতাহার হোসেন, ডালিম কুমার রায়। তারা বলেন, চুক্তিভিত্তিক একটি কাজ করে আমরা জীবিকা নির্বাহ করছি। সেখানে দিন দিন কাজের পরিধিও বাড়ছে। অথচ কর্তৃপক্ষ জনবল ছাটাই করার সিদ্ধান্ত নিচ্ছেন। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে অনেক মানুষ কাজ হারিয়ে পরিবার-পরিজন নিয়ে পথে বসবে। এ সময় ছাটাই বন্ধ ও কর্মরতদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দেন তারা। এভাবে কর্মবিরতী রাখলে এর ফল জনসাধারণকে ভোগ করতে হবে বলে অনেকে মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *