ইমেইল ইস্যু: হিলারি নির্দোষ বলেছে এফবিআই

Slider টপ নিউজ সারাবিশ্ব

file

যুক্তরাষ্ট্র;   অবশেষে হিলারি ক্লিনটনকে নির্দোষ ঘোষণা করলেন গোয়েন্দা সংস্থা এফবিআই পরিচালক জেমস বি কমি। তিনি বললেন, হিলারির নতুন যেসব ইমেইল পাওয়া গেছে তাতে কোনো অপরাধমুলক কিছু পাওয়া যায় নি। তার বিরুদ্ধে এর ভিত্তিতে কোনো ফৌজদারি অভিযোগ আনা যায় না। প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দু’দিন আগে এমন ঘোষণা দিলেন জেমস কমি। অথচ গত ২৯ অক্টোবর তিনি ঘোষণা করেন হিলারির বিরুদ্ধে নতুন বেশ কয়েক হাজার ইমেইল পাওয়া গেছে। তা তার সংস্থা তদন্ত করছে। তবে সেই ইমেইলে কি আছে বা ছিল তা তিনি প্রকাশ করতে পারেন নি। কিন্তু এরই মধ্যে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে হিলারি ক্লিনটনের। ইমেইল ইস্যুতে হিলারিকে ঘায়েল করেছেন ডনাল্ড ট্রাম্প। বলেছেন, হিলারি ক্লিনটনের ইমেইল ইস্যু হলো ওয়াটারগেট কেলেঙ্কারির চেয়ে বড়। ব্যস তর তর করে কমে যেতে থাকে হিলারির জনসমর্থন। নির্বাচনী বাতাস পাল্টে যেতে শুরু করে। এফবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ করা হয় ডেমোক্রেট দল থেকে। মার্কিন সিনেটে ডেমোক্রেট নেতা হ্যারি রেইড কড়া করে এক চিঠি লেখেন জেমস কমির কাছে। তাতে তিনি দাবি করেন জেমস কমি ‘হ্যাচ অ্যাক্ট’ নামের আইন লঙ্ঘন করেছেন। হিলারি ক্লিনটন অভিযোগ করেছেন এফবিআই দ্বিমুখী অবস্থান নিয়েছে। নির্বাচনের মাত্র দু’সপ্তাহেরও কম সময় আগে হিলারির ইমেইল ইস্যু প্রকাশ করায় শুধু যুক্তরাষ্ট্র নয়, সারা দুনিয়ায় সমালোচনা হয়। এফবিআইয়ের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন সচেতন মহল। অন্যদিকে উল্লাস দেখা দেয় রিপাবলিকান শিবিরে। এরই মধ্যে রোববার এফবিআই পরিচালক জেমস কমি আইন প্রণেতাদের বলেন, হিলারি ক্লিনটনের বিরুদ্ধে তারা কোনো অপরাধ খুঁজে পান নি। হিলারির আগের ইমেইল তদন্ত করে তারা যে উপসংহার দিয়েছিলেন এবারই রিপোর্ট তাই। ফলে বেশির ভাগ মিডিয়া শিরোনাম করেছে ‘এফবিআই ক্লিয়ারস হিলারি…এগেইন’। ওদিকে এবার এফবিআইয়ের বিরুদ্ধে পাল্টা সুর তুলেছেন ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এটা জালিয়াতি (ইট ইজ রিগড)। তার অভিযোগ, হিলারিকে বিচার না করার জন্য এমনটা করা হয়েছে। এফবিআই ওই ঘোষণা দেয়ার পর ট্রাম্প গত রাতে সমালোচনায় ছিন্নভিন্ন করে ফেলেছেন এফবিআইকে। বলেছেন, সত্যিকার অর্থেই এই নির্বাচন জালিয়াতিতে ভরা। হিলারির সব ইমেইল পর্যালোচনা করা হয়েছে কিনা তা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেছেন। বলেছেন, মাত্র ৮ দিনে সাড়ে ৬ লাখ ইমেইল পর্যালোচনা করা যায় না। জালিয়াতির মাধ্যমে হিলারিকে সুরক্ষা দেয়ার চেষ্টা করছে এফবিআই। এটা ঘটানো হয়েছে নির্বাচনের মাত্র দু’দিন আগে।

(বিস্তারিত আসছে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *