ছাদেকুল ইসলাম রুবেল/গাইবান্ধা প্রতিনিধি ঃ পলাশবাড়ী উপজেলায চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। এতে কৃষকের মন আনন্দে ভরপুর হয়ে উঠেছে। এবার বন্যার ফলে এ অঞ্চলের নিচু এলাকাগুলোতে আমন চারা রোপনে কিছুটা বিলম্বিত হলেও উঁচু অঞ্চলগুলোতে সঠিক সময়ে আমন চারা রোপনের মাধ্যমে জমিগুলোতে লাগানো সম্ভব হয়েছিল। এছাড়া আবহাওয়া অন্যান্য বারের চেয়ে এবার অনেকটা অনুকূলে থাকায় এ বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে আশা করছেন কুষকরা।
সরেজমিনে পলাশবাড়ী বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দিগন্ত জুড়ে সবুজ সমারহের মাঝখানে দোল খাচ্ছে সোনালি রঙ্গের আমন ধানের ক্ষেত। আবার কোথাও কোথাও দেখা গেছে কৃষকরা আমন ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে। অনেকে আবার নতুন ধান ঘরে তোলার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
হোসেনপুর ইউনিয়নের কৃষক মজিদ জানান, অন্যান্য বার বিঘা প্রতি যেখানে আমন ধান হয়েছিল ১০/১২ মণ এবার সেখানে প্রতি বিঘায় ১৮/২০ মণের সম্ভাবনা দেখা যাচ্ছে। তিনি আরো জানান, বড় ধরনের কোন প্রাকৃতিক দূর্যোগ না থাকায় ধানের বাম্পার ফলন সম্ভব হয়েছে। এছাড়া সঠিক সময়ে সার, কীটনাশক প্রয়োগ করায় আমন ক্ষেতকে কোন পোকা-মাকড় আক্রমণ করতে পারেনি।
বেতকাপা ইউনিয়নের কৃষক আল-আমিন জানান, উচু জমির আমন ধানগুলো আগে পাকতে শুরু করলেও নিচু জমিগুলোতে আমনের বাম্পার ফলনের আশা করা হচ্ছে। তিনি আরো জানান, মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের সঠিক তদারকি ও পরার্মর্শ দেওয়ায় আমনের বাম্পার ফলন পাওয়া সম্ভব হয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা, আজিজুল ইসলাম জানান, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। তাই কৃষকদের যথা স্বাধ্য কৃষি তথ্যসেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে আমাদের কৃষি কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।