যুবদলকর্মীকে হত্যার পর নদীতে ফেলে দিয়েছে আ’লীগ

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ রাজনীতি সারাদেশ

10167950_1477126812428187_4242576705385030915_n

গ্রাম বাংলা ডেস্ক: নাটোরের সিংড়ায় প্রকাশ্যে এক যুবদলকর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে আওয়ামী লীগ কর্মীরা। পরে তার লাশ নদীতে ফেলে দিয়েছে। ঘটনার শিকার কামাল হোসেন (৩৬) কালিনগর গ্রামের কফিল উদ্দিনের ছেলে। আজ মঙ্গলবার সকালে উপজেলার কলম ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই বদর উদ্দিন জানান, কামাল সকাল ৯টার দিকে বিলদহর বাজারে যাওয়ার জন্য বের হয়ে এরশাদের বাড়ির কাছে গেলে এরশাদ ও বদি মোল্লার নেতৃত্বে তাকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। পরে তারা কামালের লাশ গুড়নই নদীতে ভাসিয়ে দেয়।

এদিকে নিহত কামাল হোসেন ইউনিয়ন যুবদলের সদস্য ছিল বলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক নিশ্চিত করেছেন। তবে উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাড. আবুল কালাম আযাদ জানান, কামাল যুবদল করলেও এ সরকার ক্ষমতায় আসার পর থেকে সে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথেই উঠাবসা করত।

সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কামাল হোসেন সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফজলার রহমান ফুনু হত্যা মামলার ৫ নম্বর আসামি।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নদী থেকে লাশটি উদ্ধারের চেষ্টা চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিককালে এ এলাকায় রাজনৈতিক কোন্দলে ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ফুনুসহ ছয়জন খুন হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *