ঝিনাইদহ খবর

Slider খুলনা

jhenidah-jubo-dibos-photo-01-11-16-2

 

শৈলকুপায় পাউবো’র পানিতে শতাধিক বসতবাড়ি প্লাবিত, ফসলের ব্যাপক ক্ষতি !
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর কেনেল ভেঙ্গে শতাধিক বসতবাড়ি প্লাবিত হয়েছে। এতে পানবরজ, হলুদ. ফলজ-বনজ ক্ষেত সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

গ্রামবাসী বলেন, সোমবার রাতে শৈলকুপা উপজেলার কাজীপাড়া গ্রামে আলমডাঙ্গা প্রধান কেনেলের হঠাৎ ভেঙ্গে যায়। এর পর রাতভর গ্রামটিতে পানি ঢুকতে থাকে। পানিতে শতাধিক কাঁচা বসতঘর ক্ষতিগ্রস্থ হয়, পুকুরের মাছ,ভেসে যায়। কয়েকটি গবাদিপশু মারা গেছে।

এদিকে পানিতে ব্যাপক ক্ষতি হয়েছে পানবরজ, হলুদ ক্ষেত সহ বিভিন্ন ফসলের। ক্ষতি হয়েছে আম বাগান সহ বিভিন্ন ফলজ-বনজ ক্ষেতের।

কাজীপাড়া গ্রামের আবুল কালাম জানান, তাদের ৭টি ছাগল মারা গেছে হঠাৎ ঘরে ঢুকে পড়া পানিতে। রোজিনা খাতুন জানায়, তাদের বেশকিছু মুরগি মারা গেছে। গ্রামের ফরিদ হোসেন, লুৎফর রহমান জানান, কেনেলের পাড় ভেঙ্গে পানি ডুকে পান বরজ, হলুদ ক্ষেত সহ বিভিন্ন ফসলের ক্ষেতের ক্ষতি হয়েছে। অনেক কৃষকের ফলজ-বনজ বাগানে পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে ফুলহরি ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল হোসেন জানান, তাদের ইউনিয়নের কাজীপাড়া গ্রামে আলমডাঙ্গা কেনেলের কাজিপাড়া অংশের পাড় রাতে হঠাৎ ভেঙ্গে গেছে। এতে রাতভর পানি ঢুকে গ্রামটিতে, কাচাঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে। পানিউন্নয়ন বোর্ডের কুষ্টিয়া ভেড়ামারার প্রধান কেনেল যেটি আলমডাঙ্গা খাল বলে পরিচিত সেটা ভেঙ্গেছে।

পানি উন্নয়ন বোর্ড ঝিনাইদহের শৈলকুপা উপ-বিভাগীয় প্রকৌশলী কনক কুমার বিশ্বাস জানিয়েছেন, কেনেলে পানির চাপে পাড় ভেঙ্গে গেছে। এতে গ্রামটিতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। দ্রুত মেরামত ও ক্ষতিগ্রস্থদের সহায়তার চেষ্টা করা হবে বলে জানান।

ঝিনাইদহে জাতীয় যুবদিবস উপলক্ষে সাইকেল র‌্যালী ও আলোচনা সভা !
ঝিনাইদহ প্রতিনিধিঃ
“আত্মকর্মী যুব শক্তি, টেকসই উন্নয়নের মুল ভিত্তি” এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষে ঝিনাইদহ সাইকেল র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুব উন্নয়ন অধিপ্তর এর উপ-পরিচালক শাহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার,সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার রিয়াজ উদ্দিন।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে যুব ঋণ ও অনুদানের চেক বিতরণ এবং যুব সংগঠকদের মাঝে সনদপত্র ও ক্রেষ্ট বিতরণ করা হয়।

শৈলকুপায় অবৈধ দখলকৃত সরকারী খাসজমি দখলমুক্ত করলেন এসিল্যান্ড সুমী মজুমদার !
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকূপার হাসনাভিটা গ্রামের ৮৮ শতক অবৈধ দখলকৃত খাসজমি দখলমুক্ত করে সরকারের দখলে নেয়া হয়েছে।

৫১ নং শৈলকূপা মৌজার ০১ নং খতিয়ানভূক্ত ৮৮ শতক খাসজমি দখলমুক্ত করে মঙ্গলবার দুপুরে সেখানে লাল নিশান উড়িয়ে দিয়েছেন শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমী মজুমদার।

এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পক্ষে জেলা প্রশাসক, ঝিনাইদহ নামীয় মালিকানার নোটিস জমির তফসিলসহ টানিয়ে দেয়া হয়েছে। এসময় তার সাথে উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে গৃহবধূ রুমাকে পুড়িয়ে হত্যাচেষ্টায় আটক ৪ !
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ শহরের পল্লী বিদ্যুৎ অফিস এলাকার রাউতাইল গ্রামে রুমা খাতুন নামে এক গৃহবধূকে মারধর করে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০১ নভেম্বর) বিকেলে তাদের আটক করা হয়। তারা হলেন, গৃহবধূ রুমার স্বামী ফিরোজ হোসেন, সতীন নাজমা খাতুন, শাশুড়ি মনোয়ারা খাতুন ও এক প্রতিবেশী নারী।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার সাংবাদিককে জানান, ঘটনাটি শোনার পর সেখানে পুলিশ পাঠানো হয়। অভিযোগের সত্যতা পেয়ে ৪ জনকে আটক করা হয়েছে। পরবর্তীতে আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *