আয়কর মেলা শুরু আজ অনলাইনে সব সুবিধা

Slider অর্থ ও বাণিজ্য

227e961cc307f70c3d032a344e8fed1f-bangladesh-goverment

 

ঢাকা; ই-টিআইএন রেজিস্ট্রেশন, ই-পেমেন্ট ও অনলাইনে আয়কর বিবরণী দাখিলসহ কর সংক্রান্ত সব সেবা এক জায়গা থেকে দিতে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় আয়কর মেলা-২০১৬। সাত দিনব্যাপী এ মেলা চলবে ৭ই নভেম্বর পর্যন্ত। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ মেলা উদ্বোধন করবেন। এবারই প্রথম রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিজস্ব ভবনে আয়কর মেলা হবে। এ ছাড়া
রাজধানীর বাইরে বিভাগীয় শহর, জেলা ও উপজেলাসহ ১৫০টি স্থানে আয়কর মেলা করছে এনবিআর। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান এসব তথ্য জানান। তিনি জানান, রাজধানীসহ সব বিভাগীয় শহরে সাত দিনব্যাপী এ মেলা হবে। এ ছাড়া জেলা শহরগুলোতে চার দিনব্যাপী, ২৯টি উপজেলায় দুই দিনব্যাপী স্থায়ী আয়কর মেলা এবং ৫৭টি উপজেলায় দিনব্যাপী ভ্রাম্যমাণ আয়কর মেলা হবে। এনবিআর চেয়ারম্যান বলেন, এবার মেলায় করদাতারা প্রথমবারের মতো অনলাইনে আয়কর বিবরণী দাখিলের সুযোগ পাচ্ছেন। জমা দেয়া বিবরণীর প্রাপ্তি স্বীকারপত্রও পাওয়া যাবে অনলাইনে।
তিনি বলেন, মেলায় করদাতাদের যাতায়াতার সুবিধার্থে ফ্রি বাস সার্ভিস দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। তিনি বলেন, মেলা উপলক্ষে করদাতার নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে রাজধানী ৪টি স্থান থেকে বিনামূল্যে শাটল বাস সার্ভিস দেয়া হবে। মিরপুর ১০, উত্তরা রাজলক্ষী সিনেমা হল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অফিসার্স ক্লাবের সামনে থেকে সকাল ৯টায় ধারাবাহিকভাবে এই বাসগুলো চলবে। এসব বাসের মাধ্যমে করাদাতারা বিনা ভাড়ায় মেলায় আসা যাওয়া করতে পারবেন বলে এনবিআর চেয়ারম্যান জানান।
সংবাদ সম্মেলনে এনবিআর সদস্য (কর প্রশাসন) আব্দুর রাজ্জাক বলেন, এনবিআরের নতুন ভবনে মেলা আয়োজনের উদ্দেশ্য হলো এনবিআরের স্থায়ী ঠিকানার ব্র্যান্ডিং করা। আমরা মেলা সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *