লতিফ সিদ্দিকীর এমপি পদ যাওয়ার মতো কিছু হয়নি’

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ রাজনীতি সারাদেশ

45432_sur

গ্রাম বাংলা ডেস্ক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আমার দৃষ্টিতে তার (লতিফ সিদ্দিকীর) এমপি পদ যাওয়ার মতো কিছু হয়নি। তবে পন্ডিত ব্যক্তিরা বা হাইকোর্ট-সুপ্রিম কোর্ট এর ব্যাখ্যা দিতে পারেন। সোমবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
লতিফ সিদ্দিকীর এমপি পদ থাকবে কিনা? এমন এক প্রশ্নের জবাবে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এ সম্পর্কে দলের সাধারণ সম্পাদক কথা বলেছেন। তিনি একইসঙ্গে দলের নীতি নির্ধারক ও মন্ত্রী অর্থাৎ সরকারেরও নীতি নির্ধারক। তার বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য দেয়ার ধৃষ্টতা আমার নেই। আমি শুধু সাংবিধানিক ব্যাখা দিতে পারি। তিনি বলেন, এই কারণে স্পিকার বা নির্বাচন কমিশন লতিফ সিদ্দিকির নির্বাচনী এলাকা শূন্য হয়েছে বলে ঘোষণা করা মুশকিল হবে। তিনি পদত্যাগ করলে হতো, কিন্তু তিনি তো পদ ধরে রয়েছেন। তবে সাধারণত যে দল থেকে মনোনীত হন, নির্বাচন করেন সেই দলের বিরুদ্ধে অবস্থান নিলে অস্তিত্ব থাকে না। আওয়ামী লীগের প্রবীণ এ নেতা বলেন, একজন রাজনীতিকের মূল পরিচয় জনসমর্থন। তিনি যেসব কথা বলেছেন তাতে তার জনসমর্থন নেই। তিনি বলেন, লতিফ সিদ্দিকীর পদত্যাগ করা উচিত ছিল। তার পদত্যাগ না করাটা দুর্ভাগ্যজনক। ওনি তো পদ আঁকড়ে ছিলেন। এটি (অপসারণ) সহজ ব্যাপার ছিল না। কিন্তু প্রধানমন্ত্রী অত্যন্ত শালীনতা ও ধৈর্যের সঙ্গে বিষয়টির মীমাংসা করেছেন। সভায় সভাপতিত্ব করেন কৃষকলীগের অর্থসম্পাদক নাজির মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *