পঞ্চগড়ে ছিটমহলবাসীরা আনন্দে বাংলাদেশী নাগরিক হিসেবে প্রথমবার ভোট দিলেন

Slider জাতীয়

f2fc8d6f19d6e09cf38c7761d711857d-1

এস. এম. মনিরুজ্জামান মিলন, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ পঞ্চগড়ে আনন্দ মুখর পরিবেশে ৯ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ছিটমহলবাসীরা
কোনদিন আশা করতে পারেনি বাংলাদেশী নাগরিক হিসেবে ভোট প্রয়োগ করবে। এই প্রথম ছিটমহলবাসীরা আনন্দমুখর পরিবেশে বাংলাদেশী পরিচিতি নিয়ে ভোট দিয়েছেন।

একদিকে ভোট চলছে আর একদিকে দেখা যাচ্ছে এটি একটি ভোটের মেলা বসেছে। সোমবার (৩১ অক্টোবর) সকাল ৮ টা থেকে পঞ্চগড় সদর , বোদা ও দেবীগঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়নের ৮১টি ভোটকেন্দ্রে একযোগে ভোট শুরু হয়ে ৪ টায় শেষ হয়।

ছিটমহল সংলগ্ন ভোটকেন্দ্রগুলোতে দেখা যায় ভোটারদের আনন্দ উদ্দীপনায় এ এক নতুন আমেজ। এলাকা ঘুরে দেখা যায় গাড়াতি ছিটমহলের পুকুরীডাংগাসহ বিভিন্ন কেন্দ্রে নারী-পুরুষ সারিবদ্ধ হয়ে বুথে প্রবেশ করে ভোট দিচ্ছেন। নির্বাচনী এলাকায় আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিলুপ্ত ছিটমহলবাসীদের ৮টি ইউনিয়নে একত্রিত ভোট প্রায় ৯ হাজার নতুন বাংলাদেশী নাগরিক হিসেবে এই প্রথম ভোট দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *