আলহাজ কমরেড’ মেনন, ইনু

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ রাজনীতি সারাদেশ

45450_al
গ্রাম বাংলা ডেস্ক: হজ্জ পালন শেষে দেশে ফেরার অপেক্ষায় আছেন এদেশে বাম আন্দোলনের শীর্ষ পর্যায়ের দুই নেতা রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু। তাদের হজ্জ পালন নিয়ে মন্ত্রীসভার কয়েক জন সদস্য আজ নিজেদের মধ্যে সরস আলোচনা করেছেন। যদিও সৌদি আরবে থাকায় এদিনের মন্ত্রীসভার বৈঠকে অনুপস্থিত ছিলেন এ দুই মন্ত্রী। একজন সিনিয়র মন্ত্রী জানান, দুই বাম দলের সভাপতির হজ পালন নিয়ে আলোচনা উঠলেও হজ নিয়ে মন্তব্যের জন্য অপসারিত আরেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে নিয়ে কোন আলোচনা হয়নি। নিজেদের মধ্যে আলোচনায় দুই বাম নেতার হজ পালন নিয়ে একজন মন্ত্রী বলেন, দেশে ফিরলে এদেরকে একই সঙ্গে আলহাজ ও কমরেড বলে ডাকা হবে। অর্থাৎ নামের আগে আলহাজ কমরেড ডাকা যেতে পারে। এসময় কয়েক মন্ত্রী- প্রতিমন্ত্রী হেসে ওঠে ওই মন্ত্রীর বক্তব্য সমর্থন করেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এবং তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু হজ পালনের পর এখনও সৌদি আরব রয়েছেন। আগামী ১৫ ই অক্টোবর তাদের ফেরার কথা রয়েছে। মেনন নেতৃত্বাধীন ওয়ার্কার্স পার্টি এবং ইনু নেতৃত্বাধীন জাসদ আওয়ামী লীগ  নেতৃত্বাধীন ১৪ দলের অন্যতম শরিক। ইনু শেখ হাসিনার গত সরকারে শেষ দিকে তথ্যমন্ত্রী হয়ে এবারও একই দায়িত্ব পেয়েছেন। মেনন তখন দলীয় সিদ্ধান্তের কারণে মন্ত্রিত্ব নিতে না পারলেও নির্বাচনকালীন সরকারে মন্ত্রী ছিলেন। ৫ ই জানুয়ারির একতরফা নির্বাচনের পর নতুন সরকারে বিমানমন্ত্রীর দায়িত্ব পান তিনি। একজন মন্ত্রী জানান, বৈঠকে লতিফ সিদ্দিকীকে নিয়ে টু- শব্দও হয়নি। প্রধানমন্ত্রীও এনিয়ে কোনো কথা বলেননি। সবার (মন্ত্রী- প্রতিমন্ত্রী) চেহারা দেখে আমার মনে হয়েছে, লতিফ সিদ্দিকীকে নিয়ে কারও আফসোস বা মন খারাপও নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *