চার সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা সারাদেশ

77640_4 shochib
গ্রাম বাংলা ডেস্ক: মুক্তিযোদ্ধা সনদ বাতিল হওয়া তিন সচিব ও এক যুগ্ম সচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় ওই চার সচিবের বিষয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে।
যেসব সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে তারা হলেন স্বাস্থ্যসচিব মো. নিয়াজ উদ্দিন মিঞা, সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী (বর্তমানে ওএসডি) এবং একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ওএসডি) আবুল কাসেম তালুকদার।
অপরদিকে একই অভিযোগ ওঠা প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রীর অনুমোদনের বিষয়টি জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হবে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পর এ বিষয়ে ব্যবস্থা নেবে মন্ত্রিপরিষদ বিভাগ।
এ ব্যাপারে জনপ্রশাসন সচিব কামাল আবু নাসের সাংবাদিকদের বলেন, চার সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেছে। প্রথমে তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে। এরই ধারাবাহিকতায় পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *