সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট প্রত্যাহার

Slider জাতীয়

37952_cng

 

ঢাকা; সরকারের আশ্বাসের প্রেক্ষিতে আজ রোববার থেকে সারা দেশে ডাকা লাগাতার ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার অ্যাসোসিয়েশন।  একই সঙ্গে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদও তাদের ডাকা লাগাতার ধর্মঘট প্রত্যাহার করেছেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সংগঠন দুুটির যৌথ বৈঠকের পর তারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।  উভয় সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, সরকার কিছু দাবি মেনেছে আর কিছু দাবি  মানার আশ্বাস দিয়েছে। বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্যপরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক এ প্রসঙ্গে বলেন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ থেকে ইজারা নেয়া জমির মাসুল বাড়ানো বিষয়ে অতিরিক্ত সচিবের নেতৃত্বে  ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী দু মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। নীতিমালা কার্যকর স্থগিত থাকবে। গত ১৯শে অক্টোবর রাজধানীর পূর্বাণী হোটেলে এক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্যপরিষদ কমিশন বৃদ্ধি এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগ থেকে ইজারা নেয়া জমির মাসুল বাড়ানোর সিদ্ধান্ত বাতিলসহ ১২ দফা দাবি আদায়ে সরকারকে ১০ দিনের আলটিমেটাম দিয়েছিলো। দাবিগুলো মানা না হলে আজ  রোববার থেকে দেশের সব পেট্রোল পাম্পে লাগাতার ধর্মঘট শুরুর হুমকি দিয়েছিলেন ঐক্যপরিষদের নেতারা। অন্যদিকে, গত ২৬শে অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছিল বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার অ্যাসোসিয়েশন। এ জন্য সংগঠনের সদস্যরা সরকারকে তিন দিনের আলটিমেটামও দিয়েছিলেন। তাদের দাবিগুলো ছিল সড়ক ও জনপথ অধিদপ্তরের ইজারা মাসুল অস্বাভাবিক বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, গ্যাস কোম্পানিসমূহের মূল্য বৃদ্ধির প্রস্তাবনা প্রত্যাহার ও জ্বালানি মন্ত্রণালয়ের সুপারিশসমূহ দ্রুত বাস্তবায়ন করা।  মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সংগঠনের সাধারণ সম্পাদক ফারহান নূর মানবজমিনকে বলেন, সরকারের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছি। জ্বালানি সংক্রান্ত বিষয়ে সমাধানে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দু’মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *