ধান ক্ষেতে উড়ছে ইঁদুর তাড়ানোর ঝান্ডা

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি

rice-field-ranisonkail-500x296

এস. এম. মনিরুজ্জামান মিলন, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা জুড়ে সবুজ ধানক্ষেতের সমাহার। তবে কৃষক ও ফসলের জম ইঁদুর।

ধানক্ষেত থেকে ইঁদুর নিধনের জন্য বিষটোপসহ কৃষি প্রযুক্তির নানা কৌশল অবলম্বন করেও হিমসিম খাচ্ছেন কৃষকরা। উপায়ান্তর না পেয়ে ধানের ক্ষেত থেকে ইঁদুর তাড়ানোর জন্য পলিথিনের ঝান্ডা টাঙ্গিয়ে রাখছেন। পলিথিনের এসব পতাকা বাতাসে দোল খেলে নাকি ইঁদুর ভয়ে সে ক্ষেত থেকে পালিয়ে যায়। ভয়ে আর সে ক্ষেতে আসে না।

এটি কৃষকের নিজস্ব প্রযুক্তি বলে উপজেলার ধানচাষীরা জানালেন। এ প্রযুক্তি এখন মাঠে মাঠে ব্যাপকহারে ব্যবহার করা হচ্ছে। এতে নাকি কৃষকরা লাভবানও হচ্ছেন অনেকটায়।

উপজেলার হোসেনগাঁও গ্রামের কৃষক মোঃ শহিদ বলেন, ইঁদুরের হাত থেকে ফসল বাঁচাতে হিমসিম খাচ্ছি। ইঁদুর তাড়ানোর জন্য কৃষক নানা কৌশল অবলম্বন করছেন। তার মধ্যে পলিথিনের ঝান্ডা টাঙ্গিয়ে বেশ উপকার পাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *