তারেক রহমানের নতুন তিন উপদেষ্টা

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা সারাদেশ

45237_b4
গ্রাম বাংলা ডেস্ক: তিন আইনজীবীকে মানবাধিকার বিষয়ক উপদেষ্টা নিযুক্ত করেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তারা হলেন ব্যারিস্টার এমএ সালাম, এডভোকেট আসাদুজ্জামান ও ব্যারিস্টার আবু সালেহ মোহাম্মদ সায়েম। তিনজনই দীর্ঘদিন ধরে আইন পেশার পাশাপাশি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। গতকাল বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ও যুক্তরাজ্য বিএনপির আলাদা দু’টি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। উল্লেখ্য, কিছুদিন আগে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক ও বাংলাদেশ পলিসি ফোরাম কেমব্রিজের সভাপতি মাহদী আমিনকে শিক্ষা ও গবেষণা উপদেষ্টা নিয়োগ করেছিলেন তারেক রহমান। নতুন তিন উপদেষ্টার মধ্যে ব্যারিস্টার এমএ সালাম ঢাকা বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন, সিটি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে উচ্চতর পড়াশোনা ও লিংকনস ইনের সদস্য হিসেবে ব্যারিস্টার অ্যাট ল’ ডিগ্রি অর্জন করেন। যুক্তরাজ্য বিএনপির সাবেক এ সাধারণ সম্পাদক বর্তমানে লন্ডনের ‘লইয়ার্স ভয়েস ইন্টারন্যাশনাল’-এর চেয়ারম্যান। মানবাধিকার বিষয়ক উপদেষ্টা নিযুক্ত হওয়া এডভোকেট আসাদুজ্জামান ধানমন্ডির ‘সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড এসোসিয়েটস’ চেম্বারের একজন পার্টনার। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের এ সদস্য আইন পেশার পাশাপাশি মানবাধিকার কর্মী হিসেবে সুপরিচিত। তিনি অধিকার, আইন ও সালিশ কেন্দ্রের সদস্য এবং জি-৯’এর সভাপতি। আসাদুজ্জামান ঝিনাইদহ জেলা বিএনপিরও সদস্য। উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম-এ মেধা তালিকায় প্রথম শ্রেণী অর্জনের পর ইউনিভার্সিটি অব লন্ডন থেকে উচ্চশিক্ষা নেন। ইউনিভার্সিটি অব ল’ থেকে বার ভোকেশনাল কোর্সে তিনি বাংলাদেশীদের মধ্যে সর্বোচ্চ মার্কস পেয়ে ভেরি কম্পিটেন্ট গ্রেড অর্জন করেন। দ্য অনারেবল সোসাইটি অব দ্য মিডল টেম্পলের এ সদস্য পরে ব্যারিস্টার অ্যাট ল’ অর্জন করেন। ২০তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েও আইন পেশায় ক্যারিয়ার গড়তে সরকারি চাকরিতে যোগ দেননি বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও যুক্তরাজ্যে আইন পেশায় নিযুক্ত আবু সায়েম। তিনি যুক্তরাজ্য বিএনপির বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *