নবীগঞ্জের মোক্তাদির আলী হত্যায় ৫ জনের মৃত্যুদন্ড

Slider বাংলার আদালত

37319_deth

 

হবিগঞ্জ;  নবীগঞ্জ উপজেলার বোয়ালজুর দীঘলবাক গ্রামের আলোচিত মোক্তাদির আলী হত্যাকান্ডের ঘটনায় ৫জনের মৃতুদন্ড ও আরও ২৭জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এই আদেশ দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত ৩ আসামী পলাতক এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৯ আসামী পলাতক ছিল। আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালের ২০ ফেব্রুয়ারি গরু দিয়ে জমির ধান খাওয়ানোর প্রতিবাদ করে বোয়ালজুড় গ্রামের মছদ্দর আলীর ছেলে মোক্তাদির আলী(২৪)। এসময় আসামীরা তাকে আক্রমণ করে হত্যা করে। এ ব্যাপারে ওই দিন মোক্তাদির আলীর ভাই মোশাহিদ আলী নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সফিকুল ইসরাম ২০০২ সালের ২১ জুলাই ৩৭ জনকে অভিযুকক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ১৯ জনের স্বক্ষীর মাঝে ১৬জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক আনিছ, ফরাস, জমশেদ, বজলু ও নুর ইসলামকে মৃত্যুদন্ডের আদেশ প্রদান করেন। এর মাঝে আনিছ ও ফরাস আদালতে উপস্থিত ছিল। মামলার আরও ২৭ আসামীকে ৩ বছর, ২ বছর ও ১ বছরের মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন বিচারক। আসামীদের মাঝে বিচার চলাকালে ৩ জন মৃত্যু বরণ করে। কোন আসামী খালাস পায়নি। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী ও অতিরিক্ত পিপি অ্যডভোকেট ছালেহ আহমেদ। অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ছালেহ আহমেদ জানান, এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা ছিল। এই মামলায় কোন আসামী রেহাই পায়নি। এই রায়ের ফলে ন্যায় বিচার নিশ্চিত হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *