এম এ কাহার বকুল; লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নামুড়ির বাজার থেকে দেশীয় অস্ত্রসহ মোঃ আনারুল ইসলাম (৩০) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে আদিতমারী থানা পুলিশ। আজ সোমবার দুপুরে ছিনতাইকারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
ছিনতাইকারী আনারুল ইসলাম আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের ভ্যাটেশ্বর এলাকার মোঃ মজিবর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রোববার আদিতমারী উপজেলার নামুড়ি সুকানদিঘী মোড়ে অস্ত্রের মুখে রুবেল নামের এক যুবকের গতিরোধ করে এবং রুবেলকে আঘাত করে ও ছিনতাইয়ের চেষ্টা করে মোঃ আনোয়ারুল ইসলাম। এ সময় রুবেল চিৎকার ও চেঁচামেচি করলে স্থানীয়রা এগিয়ে আসলে মোঃ আনোয়ারুল ইসলাম এর সঙ্গিরা অস্ত্র উঁকিয়ে সবাই পালিয়ে গেলেও আনারুলকে একটি থ্রী হুইলার গাড়িসহ আটক করে কিছু উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। আহত রুবেল মিয়াকে উদ্ধার করে পুলিশ আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। পরে পুলিশ ওই থ্রী হুইলার গাড়ি থেকে রাম দা, ছোড়াসহ মোট চারটি ধারালো দেশী অস্ত্র উদ্ধার করে।
মামলার বাদি রুবেল মিয়া জানান, তাদের কাছে দেড় লাখ টাকা ও একটি মোটর সাইকেল ছিনিয়ে নেয়ার জন্যই ওই চক্রটি তিন বার তাদেরকে আটক করেছিল।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুইটি মামলা হয়ে