মরীচিকা ————-আবদুস শাহেদ শাহীন

Slider সাহিত্য ও সাংস্কৃতি
14801158_1804597169799576_1569074766_n
মরীচিকা 
————-আবদুস শাহেদ শাহীন
তোমাকে আমি জীবন ভেবেছিলাম।
সন্তর্পণে সঁপেছিলাম হৃদয়ের বীজ-
তোমার অনুর্বর মনের বীজতলায়।
ভাবনার জৌলুস ছিলো প্রখর
তেজী অপক্ক ভাবনা বেশিই সুঁচালো ছিলো,
শুধুই ভুল জানে পরিজন, প্রিয়জন।
আমি সর্বত্যাগি হতে রাজী ছিলাম- মননে ত্যাগ,
বিরক্তিতে কুঁচকানো কপালের সরল রেখা,
ওরা বুঝেনা, অবুঝের সাথে বসবাস বেমানান।
আমার স্পর্ধার অগ্রে অজ্ঞতা ছিলো,
তুমিই সে মোহান্ধ স্পর্ধার আধার।
সর্বহারা হতে হতে শত সাধনায়-
একদিন লভেছি বীজতলার বুনন। ফাঁকি,
সব ফাঁকি ছিলো তোমার- কাব্যকুঞ্জের লোভনীয় কথামালায়;
আমি পশ্চাৎগামী হয়েছি শতবার,
জড়তা নিত্যসঙ্গী,আপনজন দর্শনে- মুখ লুকোই,
না দেখার ভান করি; অজস্রবার সতর্ক হোঁচট খেয়ে
শুধুই- ছুটেছিলাম অধরা মরীচিকার পিছু।
হৃদয় দেয়ার ঋণে আবদ্ধ বিবেক ভুল জেনেও ভুলের সাথে মিতালী।
নিত্য আসা যাওয়া, কথোপকথন;
এখনো অনিচ্ছায় পাশাপাশি চলি,
মুক্ত হতে চেয়ে স্বেচ্ছায় বাঁধা পড়ি।
বন্ধনের সীমারেখায় স্বাধীনতা
অবাধ আসা যাওয়া চলে নিত্য, বাঁধাহীন।
এখনো আপনজন দর্শনে মুখ লুকোই
সময়ে অসময়ে তুমি কাছে এলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *