গাজীপুরে পৃথক ঘটনায় একই পরিবারের ৫জন সহ ৬জন আহত

জাতীয় নারী ও শিশু সারাদেশ

1.kitab ali

স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: পেপে বিক্রির টাকা থেকে চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলা সহ দুটি পৃথক হামলার ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ৫জন আহত ৬জন আহত হয়েছেন। এদের মধ্যে  ২জনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

শনিবার বিকাল ৫টায় গাজীপুর সদর হাসপাতালের জরুরী বিভাগে গিয়ে দেখা যায়, গুরুতর আহত কিতাব আলী(৫০) ও তার ভাই সিরাজ মিয়া(৩৫) কে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উভয়ের পিতার নাম ইনতাজ আলী। বাড়ি গাজীপুর সিটিকর্পোরেশনের কাশিমপুরের সূরাবাড়ি গ্রামে।
DSC09386

এই ঘটনায় কিতাব আলীর ছেলে সোহেল রাণা(১৫),  স্ত্রী শহর বানু(৪৫) ও ভাতিজা সুজন মিয়া(২৪) গাজীপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

গাজীপুর সদর হাসপাতালে কিতাব আলীর ছেলে রুবেল মিয়া জানান, শুক্রবার তার বাবা কিতাব আলী ১ লাখ টাকার পেপে বিক্রি করেন। এই টাকা থেকে স্থানীয় জনৈক রফিকুল ইসলাম ৫০হাজার টাকা চাঁদা দাবি করেন। এ নিয়ে শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের বাসায় গিয়ে অভিযোগ দেয় কিতাব আলী। অভিযোগ দেয়ার পর বাসায় ফেরার পথে কাশিমপুর ভূমিহীন আশ্রয় কেন্দ্রের পাশে রফিকুল ইসলাম সংঙ্গীয় লোকদের নিয়ে কিতাব আলীকে আটক করে মারধর শুরু করেন। এই সংবাদ পেয়ে কিতাব আলীর পরিবারের লোকজন ছুটে এলে সন্ত্রাসীদের হামলায় পর্যায়ক্রমে একই পরিবারের ৫ জন আহত ও বাড়ি ঘর ভাংচূর হয়। আহতদের গাজীপুর সদর হাসপাতালে আনার পর দুই জনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
2.siraj

এদিকে পারিবারিক কলহের জের ধরে গাজীপুর মহানগরের পূর্ব চান্দনা এলাকায় প্রতিপক্ষের আক্রমনে গুরুতর আহত হয়ে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি  হয়েছেন শেখ রাকিবুল ইসলাম(২২) নামে এক ব্যাক্তি।  তার পিতার নাম শেখ রফিকুল ইসলাম। বাসা ১০৮ পূর্ব চান্দনা।

রাকিবুল জানায়, বড়ই গাছ নিয়ে দ্বন্ধের জের ধরে প্রতিপক্ষের  লোকজনের আক্রমনে গুরুতর আহত হয়েছেন তিনি। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
এই বিষয়ে চক্রবর্তি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) জাকির হোসেন  বলেছেন, কুকুরের পা ভাঙ্গা নিয়ে সৃষ্ট ঘটনায় একই পরিবারের ৫জন আহত হয়েছেন। আহত পক্ষ কুকুরের পা ভেঙ্গে ফেলায় আসামী পক্ষ হামলা চালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *