ভোট নিলে ৯৯ ভাগ মানুষ রামপালের বিপক্ষে যাবে

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি

36752_fff

 

ঢাকা; সরকার রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে সুষ্ঠুভাবে গণভোট নিলে দেশের ৯৯ শতাংশ মানুষই রামপাল চুক্তি বাতিল করে সুন্দরবন রক্ষার পক্ষেই ভোট দেবে বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
তিনি বলেন, এই ৯৯ শতাংশ মানুষের মধ্যে আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতাও থাকবেন। আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ শহরের রেলস্টেশন মালগুদাম এলাকায় অবস্থিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কার্যালয়ের সামনে এক প্রতিনিধি সভায় এ মন্তব্য করেন। সংগঠনের ময়মনসিংহ বিভাগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। আনু মুহাম্মদ বলেন, সরকার ভাড়া করা লোক টেলিভিশনে বসিয়ে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে কথা বলিয়ে দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছে।এটা কোনো ক্ষতির কারণ হবে না। ভাড়া করা লোকেরা পণ্যের বিজ্ঞাপনের মতো কোম্পানির পক্ষে কথা বলে যাচ্ছেন। প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন, জাতীয় কমিটির ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক মোখছেদুর রহমান। বক্তব্য দেন জাতীয় কমিটির কেন্দ্রীয় ও ময়মনসিংহ বিভাগের জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *