শ্রীপুরে ড্রেজার ডুবি নিখোঁজের তিনদিন পর দুই শ্রমিকের লাশ উদ্ধার

Slider গ্রাম বাংলা

dsc_0060

রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) থেকে: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমীর কাচারপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীতে ড্রেজার ডুবির ঘটনায় নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে বিআইডব্লিউটিএর ডুবুরী দল।

লাশ উদ্ধার হওয়া শ্রমিকেরা হলেন, বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার পূর্ব কাজীর চর গ্রামের আব্দুুল খালেক তালুকদারের ছেলে সোহাগ মিয়া (৩২) ও বাঘেরহাট জেলার রুবেল মিয়া (৩০)।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ডুবুরী দলের সদস্যারা লাশ দুটি উদ্ধার করে শীতলক্ষ্যা নদী থেকে।

উল্লেখ্য: গাজীপুরের শ্রীপুরে রাতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে সাত বালু শ্রমিকসহ একটি ড্রেজার ডুবে যায়। সাঁতরে পাঁচ শ্রমিক পাড়ে ওঠলেও দু’জন তলিয়ে যায় নদীতে। গত সোমবার গভীর রাতে উপজেলার বরমী কাচারপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীতে ঘটনাটি ঘটে। নিখোঁজ থাকা দুই বালু শ্রমিক হলেন সোহাগ (৩২) ও রুবেল (৩০)।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) মো.হাফিজুর রহমান জানান, বিআইডব্লিউটিএর পাচঁ সদস্যের একটি ডুবুরী দল প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার করে। উদ্ধার হওয়া লাশ দুটি ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছ্।ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *