৫-৭ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে শব্দাবলী,বরিশাল এর নাট্য উৎসব  

Slider বাংলার মুখোমুখি সারাদেশ
 14805623_325426654480440_1804008139_n
 প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বৃহত্তর বরিশাল থেকে : বাঙালি সংস্কৃতির ইতিহাস হাজার বছরেরও পুরনো। মঞ্চ নাটক এ সংস্কৃতির এক অত্যুজ্জ্বল ধারা। বাংলাদেশের পাঠক প্রিয় কথা সাহিত্যিক সেলিনা হোসেনের “নীল ময়ূরের যৌবন ” উপন্যাস অবলম্বনে সুনন্দ বাশারের নাট্যরূপ এবং নাট্যজন সৈয়দ দুলালের নির্দেশনায় নির্মিত নাটক “নীল ময়ূরের যৌবন” ইতোমধ্যে শব্দাবলীর মঞ্চ সফল প্রযোজনায় বাঙালি সংস্কৃতি ও শিল্পের সকল মাধ্যমে স্বমহিমায় সমাদৃত হয়েছে। একই সাথে বাংলাদেশের আলোচিত ১০ টি নাটকের মধ্যে দর্শক-শ্রোতা নন্দিত নাটকটি আগামীকাল শুক্রবার সন্ধ্যায় শব্দাবলী স্টুডিও থিয়েটার মঞ্চে মঞ্চস্থ হতে যাচ্ছে।
নাটকটির কলাকুশলীদের অভিমত এটি একদিন শততম প্রদর্শনীতে পৌঁছে যাবে।ইতোমধ্যে নাটকটির ৭০ টির অধিক প্রদর্শনী হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন কলাকুশলীবৃন্দ। তাঁরা আরো জানান আগামী ৬ নভেম্বর কলকাতার তপন থিয়েটারে মঞ্চস্থ হতে যাচ্ছে ” নীল ময়ূরের যৌবন” নাটকটি। শব্দাবলীর পক্ষ থেকে জানানো হয়েছে “শব্দাবলী স্টুডিও থিয়েটার “র ২৫ বছর পূর্তিতে আয়োজিত বছরব্যাপী অনুষ্ঠানমালার তৃতীয় পর্ব শব্দাবলীর নাট্য উৎসব কলকাতায় আগামী ৫-৭ নভেম্বর শব্দাবলী ও নিভা আর্টসের আয়োজনে তপন থিয়েটার হলে অনুষ্ঠিত হবে। শব্দাবলীর পরিবেশনায় তিনটি নাটক যথাক্রমে ‘ফনা’, ‘ নীল ময়ূরের যৌবন’ ও ‘সাহেব চান্দের ঈদ ভোজন ‘ যথাক্রমে ৫, ৬ ও ৭ নভেম্বর তপন থিয়েটারে মমঞ্চায়িত হবে। কলকাতায় এমন আয়োজন বাংলাদেশের নাট্য ইতিহাসে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে। সংগঠনটি আরো জানায় কলকাতার নাট্য উৎসবের সকল প্রস্তুতি শেষ। সবকিছু ঠিকঠাক থাকলে ০৪ নভেম্বর শব্দাবলীর ৪০ সদস্যের দলটি নাট্যজন সৈয়দ দুলালের নেতৃত্বে কলকাতার উদ্দেশ্যে বরিশাল ছাড়বে বলে নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *