আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে: প্রধানমন্ত্রী

Slider জাতীয়

file-1

 

ঢাকা; আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে, মানুষের ভাগ্যের পরিবর্তন এসেছে। উন্নয়নের এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে। সন্ধ্যায় আওয়ামী লীগের কার্য নির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগের বর্তমান কমিটির এটি শেষ বৈঠক। ২২ ও ২৩শে অক্টোবর সম্মেলনের মাধ্যমে দলের পরবর্তী কমিটি গঠন হবে। বৈঠকের সূচনা বক্তব্যে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, যারা সন্ত্রাস-জঙ্গিবাদকে প্রশ্রয় দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যারা যুদ্ধাপরাধীদের পক্ষ নেয়, সমর্থন করে তাদেরও বিচার হবে। জঙ্গি দমন প্রক্রিয়ায় বিএনপির সমালোচনার জবাবে শেখ হাসিনা বলেন, বিশ্বব্যাপী যেভাবে জঙ্গি দমন করা হচ্ছে এদেশেও সেভাবেই হচ্ছে। এ নিয়ে কে কী বলল, সেটা বড় কথা নয়। শেখ হাসিনা বলেন, বিএনপি উন্নয়ন নয়; মানুষ হত্যা করে। তারা ক্ষমতায় এলে লুটপাট করে। শেখ হাসিনা অভিযোগ করেন, জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালে বিএনপি সেই জঙ্গিদের পক্ষেই সাফাই গায়। তিনি বলেন, সরকার কখনও জঙ্গি বা সন্ত্রাসকে প্রশ্রয় দেবে না। যখনই তাদের খতম করা হয় বা ধরা হয়। তখনই বিএনপির হাহাকার শুরু হয়ে যায়। এসব জঙ্গিদের জন্য বিএনপির হা-হুতাশ কেন? তারা ক্ষমতায় থাকতে তো রাষ্ট্রীয় মদতে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিল। রাজশাহীর বাংলা ভাই… দেশবাসী এখনো এসব ভুলে নাই। এখন যখন যেখানেই জঙ্গিদের আস্তানার খবর পাওয়া যাচ্ছে, আইনশৃঙ্খলাবাহিনী অ্যাকশনে যাচ্ছে। অ্যাকশনে গেলেই বিএনপি জঙ্গিদের পক্ষে সাফাই গায়, প্রশ্ন তোলে। তিনি বলেন, আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। সম্মেলনে সারা দেশে সাড়া পড়েছে। কারণ জনগণ জানে, একমাত্র আওয়ামী লীগই পারবে জনগণের আশা-আকাঙ্খা পূরণ করতে। তিনি বলেন, আজকে দারিদ্র্য দূর হয়েছে আওয়ামী লীগের গৃহীত নীতির কারণে। আওয়ামী লীগ লক্ষ্য নির্ধারণ করে কাজ করে। লক্ষ্য বাস্তবায়ন করা একটি দলের কর্তব্য। এ দেশের মানুষের জীবনমান কীভাবে আরো উন্নত করা যায় তার প্রতিফলন ঘটবে সম্মেলনে গৃহীত দলের ঘোষণাপত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *