সারাদেশে ১৬ খুন

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

All-Khun-HOME

গ্রাম বাংলা ডেস্ক : রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার পৃথক ঘটনায় ১৬ জন খুন হয়েছেন।

ঢাকা: রাজধানীর ক্যান্টনমেন্ট থানার নতুন রাস্তা সংলগ্ন ক্যাফে ঝুমঝুম রেস্তোরাঁর পাশের কলাবাগান থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর (৩০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন।

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় মাইমুনা (৬) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বাথরুমের ড্রামের পানিতে মাথা চুবানো অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ এটিকে হত্যাকাণ্ড বলে মনে করছে। এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির সৎমা সুমাইয়া ইসলামকে আটক করা হয়েছে বলে দ্য রিপোর্টকে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর।

চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাই থানার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের ভোরের বাজারে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আদিল মাহমুদ খুন হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, আদিল মাহমুদের পরিবারের সঙ্গে ওয়াকফ সম্পত্তি নিয়ে একই এলাকার সফিক আহম্মদ চৌধুরীর বিরোধ চলছিল। এ ঘটনার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।

নগরীর বায়েজিদ থানার শেরশাহ এলকা থেকে এক গৃহকর্মী ইছামনির (১২) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার জানান, ইউসুফ কলোনির বাসিন্দা সোলেমান মিয়ার মেয়ে ইছামনি বায়েজিদ থানার শেরশাহ এলাকায় নোবেল হাউসে বাবুলের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। ভোরে তার গলায় ওড়না পেঁচানো দেখে তাকে হাসপাতালে আনেন বাবুলের পরিবারের লোকজন। দায়িত্বরত চিকিৎসক ইছামনিকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, নগরীর খুলশী থানার বিহারি কলোনি এলাকায় শুক্রবার সকাল ৬টার দিকে ছুরিকাহত হয়ে গুরুতর জখম হন মো. জসিম (২৫)। হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জসিম খুলশী থানার সেগুনবাগান এলাকার বাসিন্দা ফরিদ আহমেদের ছেলে।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলার রায়পুরে গুলিবিদ্ধ হয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল জলিল নিহত হয়েছেন। তবে কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার রাত ১টার দিকে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষুব্ধ গ্রাহকদের আন্দোলনের সময় থানা কার্যালয়ের মূল ফটকে রাস্তার পাশে দায়িত্বরত অবস্থায় তিনি পেটে গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ তার মৃতদেহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জেলা পুলিশ সুপার শাহ মো. শাফিউর রহমান ৃ বলেন, ‘এএসআই জলিল কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর গুলির ব্যাস্টিক পরীক্ষা করার পর সেটি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইলে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই সহোদর খুন হয়েছেন। তারা হলেন- নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের জুড়বাড়িয়া গ্রামের তোফাজ্জল হোসেন (৫০) ও স্বপন মিয়া (৩৮)। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

নান্দাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাওয়ার্দী হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের চাচাতো ভাইয়েরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার নয়াকান্দি গ্রামে সংঘর্ষের ঘটনায় আহত রাসেল সেখ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার ওই গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে সে মারাত্মক আহত হয়েছিল। শুক্রবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।

গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজমাওনা এলাকা থেকে শুক্রবার সকালে ফারুক হোসেন (৪২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফারুক হোসেন নরসিংদীর শিবপুরের কামরাবর এলাকার মৃত আলাল উদ্দিনের ছেলে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ফারুক স্ত্রী-সন্তান নিয়ে শ্রীপুরের নিজমাওনা এলাকার আব্দুল কাদেরের বাসায় ভাড়া থেকে এলাকায় দিনমজুরি করতেন। শুক্রবার সকালে ভাড়া বাড়ির বারান্দার আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেওয়া অবস্থায় ফারুকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বভাগ ইউনিয়নের বেলুয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত খুরশেদ আলী (৪২) মারা গেছেন।

জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খুরশেদ শুক্রবার ভোরে মারা যান। তিনি বেলুয়া গ্রামের জহুর আলীর ছেলে এবং চট্টগ্রামের একটি গার্মেন্টে কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন।

নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন জানান, বেলুয়া গ্রামের শামসু মিয়ার সঙ্গে বৃহস্পতিবার বিকেলে বাড়ির সীমানা নিয়ে খুরশেদ আলীর সংঘর্ষ বাধে। সংঘর্ষের এক পর্যায়ে শামসু মিয়ার ছেলে নূর হোসেন খুরশেদ আলীর মাথায় শাবল দিয়ে আঘাত করে।

পাবনা : পাবনার আমিনপুর থানার কদিম মালঞ্চি বিল এলাকায় মোয়াজ্জেম হোসেন (৩০) নামের এক প্রাইভেটকার চালককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মোয়াজ্জেমের গুলিবিদ্ধ ও ক্ষতবিক্ষত মৃতদেহ শুক্রবার সকাল দশটার দিকে উদ্ধার করেছে পুলিশ। মোয়াজ্জেম জেলার ঈশ্বরদী পৌর এলাকার শৈলবাড়ী মহল্লার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

পরিবারের বরাত দিয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর ভাড়ার উদ্দেশ্যে প্রাইভেটকার নিয়ে বাড়ি থেকে বের হন মোয়াজ্জেম। রাত সাড়ে ১০টার পর তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। আমিনপুর থানার কদিম মালঞ্চি বিলের রাস্তার পাশে শুক্রবার সকালে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। খবর পেয়ে মোয়াজ্জেমের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ শনাক্ত করে।

পুলিশের প্রাথমিক ধারণা, মোয়াজ্জেম হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে মৃত্যু নিশ্চিত করার পর প্রাইভেটকারটি নিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে দুর্বৃত্তরা।

ঝিনাইদহ : ঝিনাইদহ জেলার শৈলকুপার রত্নাট গ্রামে আওয়ামী লীগের দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত মনসের আলী (৪৫) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মারা গেছেন।

তিনি ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। গত মঙ্গলবার রাতে সংঘর্ষের সময় তিনি আহত হন।

শৈলকুপা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, উপজেলার রত্নাট গ্রামে গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম এবং আওয়ামী লীগ নেতা চাঁন মিয়ার দলীয় লোকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা পুলিশ শুক্রবার সকালে পৃথক দুটি স্থান থেকে এক নারীসহ দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, শহরের মিস্ত্রিপাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে শফিকুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তি বাড়ির দেয়াল থেকে লাফিয়ে পড়েন। গুরুতর অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শফিকুল ইসলাম জেলার নাচোল উপজেলার মল্লিকপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা ছিলেন।

অন্যদিকে, সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারোরশিয়া ঘোনটোলা গ্রামের একটি বাড়ি থেকে শুক্রবার সকালে সেলিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।

বরিশাল : বরিশাল জেলার উজিরপুর উপজেলায় রিয়াজ তালুকদার বাবু (৩২) নামক এক মিশুকচালককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শোলক ইউনিয়নের পুরান টেম্পুস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত রিয়াজ তালুকদার উপজেলার দক্ষিণ ধামুরা বাজার এলাকার আব্দুর রহমান তালুকদারের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এমদালুল হক জানান, রিয়াজ তালুকদার মিশুক নিয়ে পুরান টেম্পুস্ট্যান্ড থেকে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় অটোরিকশা মালিক সমিতির সভাপতি ও শোলক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাক্তার আব্দুল হালিম সরদারের ছেলে চঞ্চল সরদার তাকে ডেকে নিয়ে মিশুক চালাতে নিষেধ করে। এ নিয়ে চালক রিয়াজের সাথে চঞ্চলের তর্ক হয়। রিয়াজকে মারধর শুরু করে চঞ্চল। এ সময় চঞ্চলের সহযোগী মহসিন হাওলাদার ছুটে এসে লাঠি দিয়ে মিশুকচালক রিয়াজকে পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *