ভারত হবে বেস্ট ফ্রেন্ড’

Slider টপ নিউজ

26121_trump

 

যুক্তরাষ্ট্র; প্রেসিডেন্ট  নির্বাচিত হলে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রে সম্পর্ক দৃঢ় করার প্রতিশ্রুতি দিয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যদি আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হই তাহলে যুক্তরাষ্ট্র ও ভারত হবে ‘বেস্ট ফ্রেন্ডস’। একই সঙ্গে ইসলামপন্থি উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগিরও আশ্বাস দিয়েছেন তিনি।
এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয, সন্ত্রাসী কর্মকান্ডের শিকার ব্যক্তিদের জন্য অর্থ সংগ্রহের জন্য রিপাবলিকান হিন্দু কোয়ালিশনের একটি অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় ট্রাম্প এসব কথা বলেছেন। নিউ জার্সিতে এডিসনে ওই অনুষ্ঠানে বলিউড স্টাইলে পারফরম করেন বিভিন্ন ব্যক্তি। তারা বলিউডের মতো বর্ণিল নাচ উপহার দেন। পরেন ভারতীয় প্রচলিত রীতি অনুযায়ী পোশাক। সেখানে ডনাল্ড ট্রাম্প বক্তব্যে বলেন, যদি আমি প্রেসিডেন্ট নির্বাচিত হই তাহলে ভার ও হিন্দু সম্প্রদায় হোয়াইট হাউজে তার একজন সত্যিকার বন্ধু পাবে। এ বিষয়ে আপনাদের নিশ্চয়তা দিতে পারি আমি। ট্রাম্প আরও বলেছেন, আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলে মৌলবাদী ইসলামপন্থিদের অবশ্যই পরাজিত করবো। আমি গোয়েন্দা তথ্য শেয়ারিংয়ে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। এর মধ্য দিয়ে আমি মার্কিনিদের নিরাপদ রাখবো। উল্লেখ্য, রিয়েল এস্টেট ব্যবসায়ী ডনাল্ড ট্রাম্পের দুটি ‘ম্যাসিভ ডেভেলপমেন্ট’ প্রকল্প রয়েছে ভারতে। এখানে আরও বলে রাখা ভাল যে, ট্রাম্পের বিরোধী পক্ষ ডেমোক্রেট দল থেকে নির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এরই মধ্যে শক্তিশালী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বারাক ওবামা চাইছেন আগামী ৮ই নভেম্বরের নির্বাচনে বিজয়ী হন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *