‘বেশির ভাগ মেয়েই তাদের সমস্যা কাউকে বলতে পারে না’

Slider নারী ও শিশু

35696b3c5fe4cf2df180cd67634d7b87-logo-narir-pakhe

 

মাসিক বা ঋতুচক্র চলাকালে বেশির ভাগ মেয়েই তাদের সমস্যা কাউকে বলতে পারে না। তারা অপরিচ্ছন্ন কাপড় ও অন্যান্য জিনিস ব্যবহার করায় যৌন সমস্যাসহ ক্যানসারে আক্রান্ত হচ্ছে। তাই এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে ‘কিশোরীর যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবার অধিকার : আমাদের অঙ্গীকার’ শীর্ষক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। ইকুয়েটিবিডি এই মানববন্ধন আয়োজন করে। বক্তারা আরো বলেন, আমাদের দেশের গ্রামের মেয়েরা সব ধরনের স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত। তারা পরিবার থেকে কোনো ধরনের সুবিধা তো পায়ই না, আরো বঞ্চিত হয়। আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিত করতে চাই। মানববন্ধনে বক্তব্য রাখেন আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন জাতীয় কমিটির সভাপতি শামীমা আক্তার, সাধারণ সম্পাদক ফেরদৌস আরা রুমি, সদস্য আসিফ ইকবাল, তাহমিনা সোহানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *