পার্বত্য শান্তিচুক্তি পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবে : ওবায়দুল কাদের

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ফুলজান বিবির বাংলা

76617_obaidul
গ্রাম বাংলা ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের মেয়াদেই পার্বত্য শান্তিচুক্তির অঙ্গীকার পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবে। এ নিয়ে কোনো ধরনের শৈথিল্য করা হবে না।

আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়িতে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত তিনটি সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের এ কথা বলেন। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এতে অর্থায়ন করে।

বর্তমান সরকারের আমলে পার্বত্যাঞ্চলের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সরকার সড়ক যোগাযোগের মাধ্যমে পার্বত্যাঞ্চলের পর্যটনভিত্তিক বিশেষ অর্থনৈতিক জোন গড়ে তুলবে। সে লক্ষ্যে খাগড়াছড়ি জেলায় আরো ১৯০ কোটি টাকা ব্যয়ে ৫৭টি সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, পার্বত্য এলাকার সাথে প্রতিবেশী দেশের সাথে কানেক্টিভিটি বাড়ানোর মাধ্যমে পর্যটনভিত্তিক বিশেষ অর্থনৈতিক জোন গড়ে তোলার পাশাপাশি ভারত ও মিয়ানমারের সীমান্ত এলাকায় সাড়ে চার হাজার কিলোমিটার রিং রোড নির্মাণের কাজ চলছে।

এ সময় স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চাইথো অং মারমা, জেলা প্রশাসক মো: মাসুদ করিম, পুলিশসুপার শেখ মো: মিজানুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিপুল চন্দ্র সাহা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জাহেদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *