জামায়াত ছাড়া সব দলকে কাউন্সিলে আমন্ত্রণ জানানো হবে’

Slider রাজনীতি

35383_nasimঢাকা; আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলে জামায়াত ছাড়া দেশের সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির কাউন্সিল উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপকমিটির বৈঠক পূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিম এ কথা জানান। মোহাম্মদ নাসিম বলেন, ইতিমধ্যে ১৪টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছি। তবে তারা এখনো আমাদের নিশ্চিত করেনি। যখন তাদের আসা নিশ্চিত করতে পারব তখনই তা গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আমরা আশা করি, আমন্ত্রিত অতিথিদের আগমনের মধ্য দিয়ে আমাদের সম্মেলনকে আরও বর্ণাঢ্য হবে। জামায়াত ছাড়া দেশের অন্য সব রাজনৈতিক দলকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালে অনুষ্ঠিত নির্বাচনের খুব বেশি সময় নেই। সংবিধান অনুযায়ী এ নির্বাচন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। সেই নির্বাচনের প্রস্তুতির জন্য দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এবারের সম্মেলন অনেক তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে আমাদের আগামী নির্বাচনের বিজয়ের পথ সুগম হবে। এ এ সময় অভ্যর্থনা উপকমিটির সদস্যসচিব দীপু মনি, কমিটির সদস্য সাহারা খাতুন, মাহবুব উল আলম হানিফ, মেয়র আনিসুল হক, ফারুক খান, আবদুস সোবহান গোলাপ, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী ২২ ও ২৩ অক্টোবর ঐতিহাসিক সোহারাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *