‘আমরা ভুল করিনি, দুঃখ প্রকাশের কিছু নেই’

Slider খেলা

file

 

ঢাকা; ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অপ্রীতিকর ঘটনার জেরে জরিমানার বিষয়ে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, এটা সাধারণ উদযাপন ছিল। আমরা কোনো ভুল করিনি। সুতরাং দুঃখ প্রকাশের কিছু নেই। আর ক্রিকেট জেন্টলমেন গেম। আমরা এখন মাঠের খেলায়ই মনোযোগ দিচ্ছি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ শুরুর আগের দিন মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে মাশরাফি এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, আসলে প্রত্যেক খেলায়ই উইকেট শিকারের পর এমন উদযাপন হয়ে থাকে। ম্যাচের যে পরিস্থিতি সেসময় এ ধরনের উদযাপন সাধারণ ছিল। কিন্তু ম্যাচ রেফারির হয়তো মনে হয়েছে সেটা শৃঙ্খলা বিধির মধ্যে ছিল না, সেজন্য আমাদের দু’জনকে জরিমানা করেছেন।  বিষয়ে দুঃখ প্রকাশ করবেন কিনা প্রশ্ন করা হলে টাইগার অধিনায়ক সাফ বলে দেন, আমরা ভুল কিছু করিনি। সুতরাং দুঃখ প্রকাশের কিছু নেই। এর আগেও আমরা তাদের হারিয়েছি বিশ্বকাপে। সেসময়ও এমন উদযাপন করেছি। হয়তো তখন কোড অব কন্ডাক্ট এমন ছিল না। এখন হয়েছে। ৯ অক্টোবর ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের উইকেটের পতনের পর উল্লাসে মাতে বাংলাদেশ দল। কিন্তু উদযাপন সহ্য হয়নি বাটলারের। তিনি সেসময় টাইগার ক্রিকেটারদের সঙ্গে বিতন্ডায় জড়িয়ে পড়েন। যার জের ম্যাচ শেষে দু’দলের ক্রিকেটারদের করমর্দনের সময়ও দেখা যায়। তামিম ইকবাল করমর্দন করতে চাইলে তার ওপর চড়াও হন বেন স্টোকস। সেসময় সাকিব আল হাসান পরিস্থিতি সামলে নেন। এ ঘটনায় সোমবার বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি, ব্যাটসম্যান সাব্বির রহমান ও বাটলারকে তলব করেন ম্যাচ রেফারি। শুনানি শেষে মাশরাফি ও সাব্বিরকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি জাগাভাল শ্রীনাথ। আর বাটলারকে কেবল তিরস্কার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *