দুর্গাপূজা উপলক্ষে বিএমপি কমিশনারের মতবিনিময় সভা

Slider গ্রাম বাংলা
 14470637_315492025473903_3742573549012317159_n
প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বৃহত্তর বরিশাল থেকে : সার্বজনীন দুর্গাপূজাকে সামনে রেখে ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে সাম্প্রদায়িক উস্কানীমূলক হীন কর্মকান্ড কেউ যাতে চালাতে না পারে সে জন্য উক্ত অনুষ্ঠানের শৃংখলা ও সুন্দর পরিবেশ রক্ষার্থে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে সোমবার পুলিশ লাইন্সের ড্রিল সেডে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার এসএম রুহুল আমিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সায়েদুর রহমান, উপ- পুলিশ কমিশনার (সদর দপ্তর) হাবিবুর রহমান খান, উপ পুলিশ কমিশনার (উত্তর) কামরুল আমিন, উপ- পুলিশ কমিশনার (দক্ষিন) গোলাম রউফ, উপ পুলিশ কমিশনার (ডিবি) উত্তম কুমার পাল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মানিক মুখার্জী, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন, জেলা আনসার কমান্ডেন্ট মো: কামাল হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কামরুল আহসান সহ বিভিন্ন সরকারী সেবাপ্রদানকারী দপ্তরের কর্মকর্তা সহ পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন বলেন ধর্মীয় সম্প্রীতির এ বাংলাদেশে যাতে সাম্প্রদায়িক উস্কানীমূলক কর্মকান্ড কেউ চালাতে না পারে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।পুলিশ জনগনের পাশে ছিল,থাকবে।এজন্য পুলিশকে সহায়তা করতে হবে।তিনি আরো বলেন, পুলিশ, আনসার সহ আইন শৃংখলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবক কমিটি সঠিকভাবে দায়িত্ব পালন করলে কোন সমস্যা হবেনা বলে মনে করি। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা, ট্রাফিক নিয়ন্ত্রণ, ইভটিজিংপ্রতিরোধ স্বেচ্ছাসেবক নিয়োগ, রাত্রিকালীন দায়িত্ব পালনের নির্দেশনাসহ মতবিনিময়ে পূজা উদযাপন পরিষদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এ কমিশনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *