চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ৩ জন

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ সারাবিশ্ব

76261_nobe 3
গ্রাম বাংলা ডেস্ক: ২০১৪ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন। তারা হলেন জন ও’কিফি, মে-ব্রিট মোসের ও অ্যাডভার্ড মোসের। নরওয়ের মে-ব্রিট ও অ্যাডভার্ড সম্পর্কে স্বামী-স্ত্রী। ও’কিফি আমেরিকান-ব্রিটিশ। তারা নোবেল পুরস্কার পেয়েছেন মস্তিষ্কে ‘ইনার জিএসপি’ আবিস্কার করার জন্য। পুরস্কার হিসেবে তারা আট মিলিয়ন সুইডিশ ক্রাউন (৬৭৭,৪০০ পাউন্ড) পাবেন।

এই তিন বিজ্ঞানী ব্যাখ্যা করেন, কিভাবে মস্তিষ্ক আমাদের অবস্থান শনাক্ত করে এবং আমরা কিভাবে এক স্থান থেকে অন্য কোথাও যাই। তাদের এই আবিষ্কারের ফলে আলঝেইমার রোগ সারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

আজ সোমবার চিকিৎসাশাস্ত্রের মধ্য দিয়ে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা শুরু হলো। আগামীকাল পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ীর নাম ঘোষণা করা হবে। বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য শুক্রবার শান্তি এবং সোমবার অর্থনীতিতে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *