শ্রীপুরে প্রবীণ শিক্ষকের জীবনী নিয়ে আলোচনা সভা

Slider গ্রাম বাংলা

img201610031211291

রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রবীণ শিক্ষক মাওনা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও হাজ্বী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল হামিদের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মরহুমের জীবনির আলোচনাসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

সোমবার বেলা ১২ টার দিকে হাজ্বী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়টির মাঠে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক সালাহ্ উদ্দিন আহমেদের সঞ্চালনায় আলোচনা ও দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য দেন, হাজ্বী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রবীণ শিক্ষক আব্দুল হামিদের ছোট ছেলে আবদুল হান্নান সজল, সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী উলামাদলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ এসএম পীরজাদা রহুল আমিন। সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক শ্রীপুর ইউপির প্রাক্তন চেয়ারম্যান নুরুল ইসলাম,মাওনা ইউপির সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক,শৈলাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহ্জাহান, মাওনা চৌরাস্তা পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রুবেল আহমেদ, সাংবাদিক আরিফুল ইসলাম খান প্রমূখ।

এছাড়াও আলোচনা ও দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি,সমাজ সেবক,শিক্ষাবিদ,ইমামগণ ও হাজ্বী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *