প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা পেলেন ফুল আর মিষ্টি

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

962b0a5cd1fdba311f2eb33fc23f3cf1-PM_3_08.07.2014_KALLOL

গ্রাম বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী গণভবনে শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার বিচারপতি এবং বিদেশী কূটনীতিক ও দলীয় নেতা-কর্মীসহ সব শ্রেণী-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

ঈদের দিন প্রধানমন্ত্রী প্রথমে সকাল সাড়ে নয়টা থেকে ১০টা পর্যন্ত তাঁর সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতা-কর্মীসহ সকল শ্রেণী-পেশার মানুষের সাথে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

পরে প্রধানমন্ত্রী বিচারক ও বিদেশী কূটনীতিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এদিকে 962b0a5cd1fdba311f2eb33fc23f3cf1-PM_3_08.07.2014_KALLOLপ্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তাদের জন্য ফুল, ফল ও মিষ্টি পাঠান।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর সহকারী একান্ত সচিব জাহাঙ্গীর আলম ও সাইফুজ্জামান শিখর এবং সহকারী প্রেস সচিব নূরএলাহি মিনা আজ দুপুরে রাজধানীর মুহাম্মদপুরস্থ গজনবী রোডে অবস্থিত মুক্তিযোদ্ধা টাওয়ার-১ এ অবস্থানরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের কাছে এই উপহার পৌঁছে দেন। উপহার পেয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শেখ হাসিনা প্রতিবছর স্বাধীনতা দিবস, ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ বিভিন্ন জাতীয় দিবসে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নিয়মিত শুভেচ্ছা পাঠান।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করেন।
সূত্র : বাসস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *