গ্রাম বাংলা ডেস্ক: জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মুসল্লিরা। রাসুল সা: ও ইসলামের মৌলিক স্তম্ভ হজ সম্পর্কে মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্যের প্রতিবাদে এ সমাবেশ করে তারা।
নামাজের পর হাজার হাজার মুসুল্লি পুলিশি বাধা উপেক্ষা করে রাস্তায় নেমে এসে ওই এলাকায় বিক্ষোভ করতে থাকেন। এসময় তারা লতিফ সিদ্দিকীর ফাঁসি দাবি করেন।
বিক্ষোভ মিছিল শেষে মসজিদের উত্তর গেটের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা জাফরুল্লাহ খান, ড. খলিলুর রহমান মাদানী, আব্দুস সবুর মাতুব্বর, মুজিবুর রহমান হামিদী, মুফতি ফখরুল ইসলাম, অধ্যাপক আব্দুল করিম প্রমুখ।