মো. পলাশ প্রধান, টঙ্গী (গাজীপুর) থেকে; গাজীপুর মহানগরের টঙ্গী মরকুন কবরস্থান এলাকার একটি ডোবা থেকে সকাল ১০টায় শামিম (২৫) নামের এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ টঙ্গী থানা পুলিশ উদ্ধার করেন। স্থানীয়ভাবে জানা গেছে সকালে স্থানীয় লোকজন একটি ডোবার মধ্যে লাশটি দেখে তারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি প্রথমে থানায় আনে পরে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
টঙ্গী থানা পুলিশ এবং সূত্রে জানা যায়, লাশটি মরকুন এলাকার ওমর আলীর পুত্র মোঃ শামিম (২৫)। আরও জানা গেছে নিহত শামিম একজন রিক্সার চাকল ছিল। সে গত সোমবার রাতে ঘর থেকে বের হলে সে আর ঘরে ফেরেনি।