শাহজালালে ড্রোন আটক

Slider টপ নিউজ

32393_drone

 

ঢাকা; হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে একটি ড্রোন জব্দ করা হয়েছে। শুল্ক গোয়েন্দা বিভাগের গোয়েন্দারা আজ ড্রোনটি জব্দ করেন। এটি ঘন্টায় ৪৫ কিলোমিটার বেগে চলতে পারে।
বাংলাদেশ শুল্ক গোয়েন্দা সংস্থার ফেসবুক পাতায় দেয়া তথ্য অনুযায়ী, ফিল্মিং এর কাজে এ ধরনের ড্রোন ব্যবহৃত হয়। এর পাশাপাশি এটা গোয়েন্দা গিরির কাজেও ব্যবহার করা যায়। এতে আরও বলা হয়েছে, শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে করে আসেন নজরুল ইসলাম নামের ওই যাত্রী। তথ্য থাকায় তার ওপর গোয়েন্দাদের নজরদারি ছিল। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে থামানো হলে প্রথমে সে ড্রোন থাকার কথা অস্বীকার করে। পরে তার লাগেজে থাকা ড্রোনটির যন্ত্রাংশ উদ্ধার করা হয়। নাশকতার কাজে ব্যবহার হতে পারে এই আশঙ্কায় সম্প্রতি দেশে ড্রোন আমদানিতে নিয়ন্ত্রণ আরোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *