সিরাজগঞ্জ কারা ফটক থেকে সাজাপ্রাপ্ত নারী আসামির পলায়ন

Slider বাংলার আদালত

32263_sj

 

সিরাজগঞ্জ; কোর্ট থেকে কারাগারে পৌঁছানোর সময় সিরাজগঞ্জ কারাগারের প্রধান ফটকের সামনে থেকে ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত এক নারী আসামি পালিয়ে গেছে।

পলাতক কুলসুম খাতুন সদর উপজেলার সয়দাবাদ গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী। এ ঘটনায় কর্তব্য অবহেলার অভিযোগে প্রধান ফটকে কর্তব্যরত এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার আল মামুন জানান, ভ্রাম্যমান আদালতে এক মাসের সাজাপ্রাপ্ত ওই নারী আসামিকে প্রিজনভ্যানে মঙ্গলবার দুপুর ২টার দিকে কারাগারের প্রধান ফটকে আনা হয়। এসময় প্রধান ফটকের দায়িত্বরত এক কারারক্ষীর দায়িত্ব অবহলোর কারনে সাজাপ্রাপ্ত কুলসুম পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিকেও খোঁজা হচ্ছে। দায়িত্ব অবহেলার অভিযোগে কর্তব্যরত ওই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে জানালেও তার নাম জানাতে রাজী হননি জেল সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *