চট্টগ্রামে যাত্রীবাহী ও কন্টেইনারবাহী দুটি ট্রেন লাইনচ্যুত, চলাচল বন্ধ

Slider টপ নিউজ

31440_train

 

চট্টগ্রাম: যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। ফলে ঢাকা ও সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পাহাড়তলী থানার ওসি রনজিৎ কুমার বড়ুয়া জানান, বুধবার বিকালে পাহাড়তলী স্টেশনের কাছে ঢাকাগামী মহানগর গোধূলী এক্সপ্রেসের চারটি বগি লাইনচ‌্যুত হয়। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। লাইনচ্যুত ট্রেনটি তুলে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে সীতাকুণ্ডে কন্টেইনারবাহী একটি রেলের ইঞ্জিন লাইনচ্যুত হয় চালকসহ দুইজন আহত হয়েছেন। ঘটনার পর থেকে ঢাকামুখী (আপলাইন) লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লেন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ফৌজদারহাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, রেলের লোকমাস্টার মহিন উদ্দিন ও সহকারী মাইদুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে ট্রেনটি চট্টগ্রাম বন্দর সংযোগ লাইন থেকে ঢাকামুখী মূল লাইনে ওঠার সময় ইঞ্জিনটি বিকট শব্দে কাত হয়ে পড়ে যায়। এ সময় চালক মহিন উদ্দিন ইঞ্জিনের একপাশে গাছের সঙ্গে আটকা পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের পরিদর্শক প্রণব চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে আহত দুইজনকে হাসপাতালে পাঠায়। চট্টগ্রাম রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর মঞ্জুরুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণে আপ লেন বন্ধ থাকলেও ডাউন লেনে ট্রেন চলাচলে স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *