লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের নির্দেশনা চেয়ে রিট

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

2ffaee6cbb79784052dfabdac80fe60f-Untitled-2
গ্রাম বাংলা ডেস্ক: ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে (আইসিটি অ্যাক্ট) মামলা দায়ের ও গ্রেফতারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। আজ আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংম্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন।
আবেদনে তথ্য প্রযুক্তি আইন ৫৭ ধারায় মামলা দায়ের এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া সংক্রান্ত ফৌজদারী আইনে ও আইসিটি অ্যাক্টে সাজা প্রদানের যে বিধান রয়েছে তা বৃদ্ধির জন্য উচ্চ আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।
তথ্য প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭ ধারায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার দায়ে ১০ বছর সাজার বিধান রয়েছে। ওই সাজা বৃদ্ধি করে মৃত্যুদণ্ড করার নির্দেশনা চাওয়া হয়েছে।
এ ছাড়া সংবিধানের ৫৮(২) অনুচ্ছেদ অনুযায়ী আব্দুল লতিফ সিদ্দিকীকে অপসারণের নির্দেশনা চাওয়া হয়।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব, তথ্য ও আইন সচিব, ঢাকার মুখ্য মহানগর হাকিম ও তথ্য প্রযুক্তি ট্রাইব্যুনালকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনকারী ড. ইউনুস আলী নয়া দিগন্তকে বলেন, সুপ্রিম কোর্টে বর্তমানে অবকাশকালীন বেঞ্চ না থাকায় ঈদের পর এ রিটর উপর শুনানি অনুষ্ঠিত হতে পারে।
তিনি আরো বলেন, লতিফ সিদ্দিকী আমাদের মহানবী (স:), পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে যে মন্তব্য করেছেন তাতে তিনি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত দিয়েছেন। এজন্য তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। লতিফ সিদ্দিকীকে মন্ত্রী পদ থেকে অপসারণের জন্য প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির প্রতি নির্দেশনা দেয়ারও আবেদন জানানো হয়েছে।
উল্লেখ্য, গত রোববার নিউ ইয়র্ক জ্যাকসন হাইটসের একটি হোটেলে নিউ ইয়র্কস্থ টাঙ্গাইলবাসীর সাথে মতবিনিময়কালে মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, তিনি জামায়াতে ইসলামীর বিরোধী। তার চেয়েও বেশি বিরোধী হজ ও তাবলিগ জামাতের।
তিনি বলেন, এ হজে যে কত ম্যানপাওয়ার নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক সৌদি আরবে গিয়েছে। এদের কোনো কাম নেই। এদের কোনো প্রডাকশন নেই। শুধু রিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে। মন্ত্রী বলেন, এভারেজে যদি বাংলাদেশ থেকে এক লাখ লোক হজে যায় প্রত্যেকের পাঁচ লাখ টাকা করে ৫০০ কোটি টাকা খরচ হয়।
তিনি হজের শুরু প্রসঙ্গে বলেন, আবদুল্লাহর পুত্র মোহাম্মদ চিন্তা করল, এ জাজিরাতুল আরবের লোকেরা কিভাবে চলবে। তারা তো ছিল ডাকাত। তখন একটি ব্যবস্থা করল যে আমার অনুসারীরা প্রতি বছর একবার এক সাথে মিলিত হবে। এর মধ্য দিয়ে একটি আয়-ইনকামের ব্যবস্থা হবে। তাবলিগ জামাতের সমালোচনা করে আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, তাবলিগ জামাত প্রতি বছর ২০ লাখ লোকের জমায়েত করে। নিজেদের তো কোনো কাজ নেই। সারা দেশের গাড়িঘোড়া তারা বন্ধ করে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *