বরগুনা সার্কিট হাউস ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত

Slider গ্রাম বাংলা

14355871_536795336503818_1494913929_n

প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বৃহত্তর বরিশাল থেকে : আজ মঙ্গলবার সকাল ০৮ টায় বরগুনা জেলা সদরের সার্কিট হাউস ঈদগাহ ময়দানে পাঁচ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে পবিত্র ঈদুল আযহার সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয়েছে।সার্কিট হাউসের ঈদগাহের এই মহতী জামাত অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন বরগুণা পৌরসভা ।

স্টাফ কোয়ার্টার জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ উল্লাহ উক্ত জামাতে ইমামতিত্ব করেন।শুরুতে গুড়িগুড়ি বৃষ্টিপাত থাকলেও এক পর্যায়ে ঈদগাহের পরিবেশ নামাজের জন্য যথাযোগ্য, সুন্দর ও মনোরমই হয়ে ওঠে।পবিত্র ঈদুল আযহার এ আনন্দঘন জামাতে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বরগুনা পৌর মেয়র মোঃ শাহাদত হোসেন। বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছিল বলে আজ এমন একটি সুন্দর পরিবেশে আমরা উচু নীচু বিভেদ ভুলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিমের স্বত:স্ফূর্ত উপস্থিতিতে একটি বন্ধুত্বপূর্ণ ঈদের জামাত অনুষ্ঠিত করতে পারছি। শুধু বরগুনায় নয় সারাদেশব্যপী আজ সুন্দর পরিবেশে ঈদের এই আনন্দঘন জামাত অনুষ্ঠিত হচ্ছে। তিনি জামাত থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন। জামাতে উপস্থিত বরগুনা জেলা প্রশাসক ডঃ মোহাঃ বশিরুল আলম জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে উপস্থিত সকলকে অবস্থান নেয়ার উদাত্ত আহবান জানিয়ে বলেন একটি অপশক্তি এদেশে সন্ত্রাসের জন্ম দিয়ে, জঙ্গিবাদের উত্থান করে স্বাধীনতাকে কলংকিত করার পাঁয়তারা করে চলেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ থেকে এ অপশক্তির মূল উচ্ছেদ করতে হবে।তিনি জঙ্গীদের দ্বারা হত্যার স্বীকার প্রতিটি মানুষের আত্মার মাগফেরাত কামনা করেন। জামায়াতে ইমামতিত্ব দানকারী মাওলানা মোহাম্মদ উল্লাহ মহামান্য রাষ্ট্রপতি এবংবাংলাদেশের প্রধানমন্ত্রীর দীর্ঘ জীবন প্রার্থণা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন। পবিত্র এ জা্মাতে উপস্থিত থেকে ঈদের জামাত আদায় করেন গ্রাম বাংলা নিউজের রাজাপুর, ঝালকাঠি প্রতিনিধি ও বাংলাদেশ নদী পরিব্রাজক দল বরিশাল বিভাগীয় সভাপতি অধ্যাপক জহির উদ্দিন মো: বাবর। জামাত শেষে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লীগন পরস্পরের সংগে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় পূর্বক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে একে অপরের মঙ্গল কামনা করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *