জহির উদ্দিন বাবর, রাজাপুর, ঝালকাঠি: ‘সেবাই ধর্ম এবং মানুষ বেঁচে থাকেন তার কর্মে’ বর্তমান ঝালকাঠি জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী তার বহুমূখী দূরদর্শীতা, প্রশাসনিক দক্ষতা, আর্দশ ও মানবিকতা কর্মে প্রতিফলন ঘটাতে সক্ষম হওয়ায় জেলার যোগাযোগ অনুন্নত, অবহেলিত ও অধিকার বঞ্চিত কাঠালিয়া উপজেলাবাসীর কাছে অনেকটা আশীর্বাদ হয়ে এসেছেন জেলার এ শীর্ষ কর্মকর্তা। মানবিক আবেদনে সাড়া দেয়ায় প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা বান্ধব ডিসিকে কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্ট উপকারভোগীরা।
জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী সম্প্রতিক কাঠালিয়ায় বেশ কয়েকটি জনগুরুত্বপূর্ণ ও মানবিক আবেদনে সাড়া দিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ ও স্বশরীরে উপস্থিত হয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা আগেকার জেলা প্রশাসকগণ হতে ব্যতিক্রম। বিশেষ করে সামাজিক যোগাযোগ, সংবাদ মিডিয়া ও সরাসরি ফোনালাপের সূত্র ধরে শারীরিক প্রতিবন্ধী ও কাঠালিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র রেজাউল, আমুয়ার অসহায় প্রতিবন্ধী মোস্তফা ও দক্ষিণ আউরা গ্রামের প্রতিবন্ধী আনু হাওলাদার(৩৪) এর প্রত্যেকের দুয়ারে হাজির হয়ে এদের খোঁজ-খবর নেন ও নিজ হাতে হুইল চেয়ার প্রদান করেন । জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌদুরী শনিবার (১০ সেপ্টম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ আউরা গ্রামের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী মো. আনু হাওলাদর(৪০) এর বসত ভিটায় যান এবং একটি হুইল চেয়ার তাকে তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, উপজেলা নির্বাহী অফিসার ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলম, থানা অফিসার ইন চার্জ মো. জাহিদ হোসেন, কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. গোলাম কিবরিয়া সিকদার, শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, একাধিক প্রেস ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদকর্মী।