টঙ্গীতে ধ্বসে গেলে ৪ তলা ভবন। নিহতের সংখ্যা ২৫

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

885fa0d3966fcf23b1e4359eee1ba928-10

 

 

টঙ্গী: টঙ্গীর বিসিক শিল্প নগরীর ট্যাম্পাকো ফয়েলস নামের প্যাকেজিং কারখানার বয়লার বিস্ফোরণে নিহত হয়েছেন ২৫ জন। আহত হয়ে চিকিৎসাধীর রয়েছেন আরো অর্ধশত। এরই মধ্যে ধ্বসে গেছে আগুনে জ্বলতে থাকা ৪ তলা ভবন। ওই ভবনে কতজন আটকা পড়েছিলেন তা এখনো জানা যায় নি।

সরকারী সূত্র গুলো বলছে. শ্রম মন্ত্রনালয় নিহতদের প্রত্যেককে ১ লাখ টাকার পরিবর্তে ২ লাখ টাকা করে ক্ষতি পূরণ দেয়ার ঘোষনা দিয়েছে। আর গাজীপুর জেলা প্রশাসন দিচ্ছে ২০ হাজার টাকা করে। আহতদের চিকিংসার দায়িত্বও নিয়েছে শ্রম মন্ত্রনালয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ধ্বসে যাওয়া ভবনের ভেতরে কেউ আটকা আছেন কিনা তা খতিয় দেখেছেন কর্মীরা। আগুন নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫ ইউনিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *