১৩ই সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা

Slider জাতীয়

29960_ddf

 

ঢাকা; শুক্রবার দেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই ১৩ সেপ্টেম্বর দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম সচিব মো. আব্দুল জলিল। সভায় ধর্ম সচিব জানান, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শুক্রবার বাংলাদেশের আকাশে কোথাও হিজরি ১৪৩৭ সনের জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই শনিবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। রোববার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। হিজরি জিলহজ মাসের ১০ তারিখে ইসলাম ধর্মাবলম্বীরা দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা পালন করেন। উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১২ই সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *