গণতন্ত্র, মানবাধিকার সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন জন কেরি

Slider জাতীয়

29521_sdus

 

বাংলাদেশ সফরে গণতন্ত্র, নিরাপত্তা, মানবাধিকার ও উন্নয়ন সহ দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি বাংলাদেশে সাম্প্রতিক সহিংস হামলার নিন্দা জানিয়েছেন। এ সময়ে তিনি বৈশ্বিক ও দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়েও আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেছেন মুখপাত্র জন কিরবি। ২৯শে আগস্ট ওই ব্রিফিংয়ে তিনি বলেন, আপনারা জানেন বাংলাদেশে প্রথম সরকারি সফর করেছেন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সেখানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছেন। সাক্ষাত করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচএম মাহমুদ আলী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে। এ সময়ে তিনি বাংলাদেশে সাম্প্রতিক সহিংস হামলার নিন্দা জানিয়েছেন। বৈশ্বিক ও দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন। গণতন্ত্র, উন্নয়ন, নিরাপত্তা ও মানবাধিকারের মতো বিস্তৃত অংশীদারিত্বমুলক বিভিন্ন ইস্যু পর্যালোচনা করেছেন পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে। সাক্ষাতের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী একটি মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন। তাতে যোগ দেন সরকারি গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। তাতে স্থান পায় ক্রমবর্ধমান অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা ও সহিংস জঙ্গিবাদ মোকাবিলার বিষয়। পরে তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসে মার্কিনি ও বাংলাদেশী কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেন। তাদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান তিনি। দূতাবাসের দু’জন সহকর্মীর মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেন। সফরের এ দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাত করেন তিনি। এরপর সোমবার রাতেই তিনি ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হন। সেখানে যুক্তরাষ্ট্র-ভারত স্ট্রাটেজিক অ্যান্ড কমার্শিয়াল ডায়ালগে অংশ নেয়ার কথা তার। সেই আলোচনার বিস্তারিত আপনাদেরকে পরে জানাতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *