তুরস্কে পুলিশ ভবনের বাইরে বোমা হামলা

Slider টপ নিউজ সারাবিশ্ব

file

 

তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলের চিজর শহরে একটি পুলিশ ভবনের বাইরে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে ৮ পুলিশ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে ৪৫ জনেরও বেশি। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, হামলার ঘটনাটি ঘটে স্থানীয় সময় সকাল ৭টায়। বিভিন্ন ছবিতে বহুতল ভবনের ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে।
খবরে বলা হয়, এ হামলা কারা চালিয়েছে তা ¯পষ্ট নয়। কিন্তু তুর্কি গণমাধ্যমে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে’র ওপর দায় চাপানো হয়েছে।
গত কয়েক মাসে পিকেকে’র বিরুদ্ধে লড়াইরত তুর্কি কর্তৃপক্ষ বারবার চিজর শহরে কারফিউ জারি করেছে। ২০১৫ সালে ২ বছর ব্যাপী যুদ্ধবিরতির অবসানের পর তুর্কি নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে হামলা চালিয়ে আসছে পিকেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *